পুজোর দিনগুলিতে কাজ করা না পসন্দ সাংসদের। পুজো মানেই কাজ থেকে ছুটি। পুজো মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করা সাংসদের কাছে। ষষ্ঠীর দিন থেকে পুজোয় ঘুরে বেড়াতে দেখা গেল সাংসদকে। সাংসদের বাড়ির কাছেই মাদারিহাট ৪ নং কলোনির পুজো মণ্ডপ। সেখানেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাঁকে।
আরও পড়ুন– শপিং মলের টয়লেটে একসঙ্গে জুটি, ভাঙতে হল দরজা, লাঞ্ছনার ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায় !
advertisement
মাদারিহাটের এই পুজো পর্যটকদের পুজো নামেও পরিচিত। জলদাপাড়ায় যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাঁরা এই পুজোতে এসে পুজো দেখেন। অষ্টমীর অঞ্জলি দেন। এই পুজোর এবারের থিম বাহুবলি সিনেমার মাহেশমতি সাম্রাজ্য। প্রতিমাতেও রয়েছে বিশেষ বার্তা। একটি মন ভাল করা পুজো হয়েছে এটি বলে জানিয়েছেন সাংসদ। এই পুজোতে সাংসদ মনোজ টিজ্ঞাকে দেখে আপ্লুত জনসাধারণ। সেলফিতে মত্ত থাকতে দেখা গেল তাঁদের।
আরও পড়ুন– দেশ হাসছে হ্যারিস রউফকে নিয়ে, মুখ খুললেন ওয়াসিম আক্রমও, যা বললেন শুনে চমকে উঠবেন !
সাংসদ মনোজ টিজ্ঞা জানান, ‘‘পুজোর জন্য অপেক্ষা করে থাকি। পুজো মানেই আমার কাছে শুধু ছুটি। বীরপাড়া থেকে মাদারিহাট ঘুরে বেরনো। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাওয়া। পুরনো দিনের স্মৃতিচারণ। সারা বছর কাজ করি পুজোর ক’টা দিন শুধুই আনন্দ করতে ইচ্ছে হয়। পাড়ার পুজোগুলিতে যাই। মায়ের দর্শন করি। পুজোর প্রসাদ খাই।’’