বর্তমানে আধুনিক প্রজন্মের কাছে এই কাঠপুতুলের ব্যবহার, চাহিদা হারিয়েছে। তবে এবার বিলুপ্তপ্রায় এই কাঠপুতুল ব্যবহারের গুরুত্বকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মালদহ শহরে গড়ে উঠেছে দুর্গাপুজোর থিম। ৫৯ তম বর্ষে মালদহ শহরের বালুচর কল্যাণ সমিতির দুর্গাপুজোর থিম ‘মা এলো রে পুতুলের ঘরে’। ছোট-বড় মিলিয়ে মণ্ডপসজ্জায় প্রায় কয়েক হাজার পুতুল সাজানো হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর সময় শহরে জল-কষ্ট! একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, কী বলছেন মেয়র?
ক্লাব সম্পাদক অমিতাভ শেঠ জানান, নবদ্বীপ থেকে এই ঐতিহ্যবাহী কাঠপুতুলগুলি আনা হয়েছে। এই বছর প্রায় ৪২ লক্ষ টাকা বাজেটে এই পুজোর থিম তৈরি হচ্ছে। মূলত প্লাস্টিক বর্জনের বার্তা দিতেই এই থিমের ভাবনা। প্লাস্টিক বর্জন হলে সমাজে পরিবেশ ও স্বাস্থ্য সুস্থ থাকবে।
মণ্ডপসজ্জা শিল্পী নীলাঞ্জন সিংহ জানান, “এই থিমের সাজসজ্জায় মায়ের সাবেকি মূর্তির চারপাশে বাংলার ঐতিহ্যবাহী কাঠপুতুল সাজানো হয়েছে। এই কাঠপুতুলে পেঁচা, দেব-দেবী, লোককথা, কিংবদন্তি এবং গ্রামীণ জীবনযাত্রার মতো একাধিক ছবি ফুটে উঠেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত দক্ষিণবঙ্গের রাস উৎসবের মেলায় দেখা যায় এই কাঠপুতুল। তবে বর্তমান আধুনিক প্রযুক্তির প্লাস্টিক জাতীয় উপকরণ দিয়ে তৈরি পুতুলের ফলে এই কাঠপুতুলের ব্যবহার বিলুপ্তপ্রায়। তাই এই বিশেষ থিমের মাধ্যমে কাঠপুতুলের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। এই থিম দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।