TRENDING:

Durga Puja 2025: শূন্যে পাঁচ রাউন্ডগুলি! ২২৫ বছর ধরে এমনই প্রথা মেনে মালদহের রায় জমিদার বাড়িতে হয় পুজো

Last Updated:

পূর্বপুরুষদের নিয়মনিষ্ঠা মেনে দূর্গা পুজার আয়োজন হয় এই রায় জমিদার বাড়িতে। সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয়। সেই সময় শূন্যে ফায়ার করা হয় পাঁচ রাউন্ড গুলি। মূলত এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলী ব্রাহ্মণরা। দশমীর দিন পুনর্ভবা নদীতেই হয় বিসর্জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: প্রথা মেনে দুর্গাপুজোর সপ্তমীর দিন চালান হয় শূন্যে পাঁচ রাউন্ডগুলি। এমনই পূর্ব পুরুষদের প্রথা মেনে প্রায় একচল্লিশ বছর ধরে দুর্গাপুজোর সূচনা করে আসছেন মালদহের রায় জমিদার বাড়ির এই উত্তরসূরী। মালদহ জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন সিঙ্গাবাদ এলাকায় রয়েছে রায় জমিদার বাড়ি। প্রথা অটুট থাকলেও বর্তমানে নেই সেই জমিদারি রাজ। ১৯৪৭ সালে দেশভাগের ফলে এই জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত এই বিশাল রায় জমিদার বাড়িতে হয়ে আসে ধুমধাম সহকারে দুর্গাপুজো। ভোগের আয়োজনের আগে রীতিমত নেমন্তন্ন কার্ড ছাপিয়ে আমন্ত্রিত করা হয় সকলকে।
advertisement

আরও পড়ুনঃ কিলবিল করছে কালো কালো পোকা…বোটকা’ দুর্গন্ধ! চাল, চালের ড্রাম আর…জাস্ট এই ক’টা জিনিস রাখুন

জমিদার বাড়ির উত্তরসূরী রাকেশ কুমার রায় জানান, “এই জমিদার বাড়ির পুজো বর্তমানে ২২৫ বছরে পদার্পণ করেছে। তাদের পূর্বপুরুষ অবোধ নারায়ণ রায় সর্বপ্রথমে ব্যবসার ক্ষেত্রে এখানে এসেছিলেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় তিন হাজার টাকায় জমিদারীত্ব ক্রয় করেন। পরবর্তীতে তার জমিদারী এলাকার ব্যবসা মঙ্গলের উদ্দেশ্যে তিনজন সাধুর পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। সেই থেকে ২২৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
তমলুকে চলছে আজও এই প্রথা, কী জানেন
আরও দেখুন

শুধু তাই নয় পূর্বপুরুষদের নিয়মনিষ্ঠা মেনে দূর্গা পুজার আয়োজন হয় এই রায় জমিদার বাড়িতে। সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয়। সেই সময় শূন্যে ফায়ার করা হয় পাঁচ রাউন্ড গুলি। মূলত এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলী ব্রাহ্মণরা। দশমীর দিন পুনর্ভবা নদীতেই হয় বিসর্জন। এখনও এই পুজো উপলক্ষে চারদিন থাকে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন বহু মানুষজন। এই বছরও পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি। সেজে উঠছে জমিদার বাড়ি। চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রতীক্ষার আর কিছু দিন। অপেক্ষায় তিলাসন এলাকার বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: শূন্যে পাঁচ রাউন্ডগুলি! ২২৫ বছর ধরে এমনই প্রথা মেনে মালদহের রায় জমিদার বাড়িতে হয় পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল