উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের উদগ্রামের মা চণ্ডীর পুজোতে এমনি বিশেষ রীতি পালন করা হয়ে আসছে বহু বছর ধরে। জানা যায় প্রতিবছর দুর্গাঅষ্টমীর দিন বহু নিঃসন্তান দম্পতি এই মন্দিরে এসে মনস্কামনা করে যান। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া ঘেঁষা রাধিকারপুরের উদগ্রামের এই দুর্গা মন্দির নিয়ে কথিত, ৫০০ বছর আগে অবিভক্ত দিনাজপুরের রাধিকারপুরের জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর সন্তান কামনায় মায়ের পুজোর সূচনা করেছিলেন।
advertisement
আরও পড়ুন : এই লাল সবজির রসে অল্প আদা! মিশিয়ে খেলেই খেলা পাল্টে যাবে! জব্দ হাই ব্লাড প্রেশার! সুস্থ কিডনি
সেই সময় কামানের তোপে দুর্গাপুজোর সূচনা করা হতো। তারপর দেশভাগের পর অনেকেই চলে আসেন এপার বাংলায়। তারপর থেকে এই পুজোর উৎসাহ কিছুটা কমে যায়। বাংলা ভাগ হয়ে যাওয়ার পর সেই পুজোর প্রথা আগের মত আর নেই। তবে স্থানীয়রা এখনও পুরনো নিয়ম মেনে এই পুজো চালিয়ে যাচ্ছেন।