TRENDING:

Durga Puja 2023: বদলায়নি নিয়ম রীতি! কাঁধে চেপে দুর্গা আসেন জটেশ্বরের শিকদার বাড়িতে, কাঁধে চেপেই চলে যান

Last Updated:

Durga Puja 2023: শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে। এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শিকদার বাড়িতে দেবী দুর্গা আসেন কাঁধে চেপে। এই প্রথা মেনে চলা হচ্ছে যুগ যুগ ধরে।
কাঁধে চেপে দেবীর আগমন
কাঁধে চেপে দেবীর আগমন
advertisement

ষষ্ঠীর সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হল। জানা গিয়েছে, পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান পাড়া প্রতিবেশীরাও।

আরও পড়ুন: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ

advertisement

এই পুজোয় কোনও জাঁকজমক আলো-আঁধারি খেলা না থাকলেও এলাকাবাসীদের আড্ডার স্থল হয়ে ওঠে এই বাড়ি। শিকদার বাড়ির এই পুজো যেন সকলের পুজো। জানা গিয়েছে, পুরোনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। বাড়ির প্রতিমা প্রায় ৭ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: পুজোয় কি বৃষ্টি হবে? কলকাতাবাসীর কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন, আবহাওয়ার আপডেট জানুন

advertisement

কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়। এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন। রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষা কালীর পুজো করা হয়। ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মন্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2023: বদলায়নি নিয়ম রীতি! কাঁধে চেপে দুর্গা আসেন জটেশ্বরের শিকদার বাড়িতে, কাঁধে চেপেই চলে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল