Durga Puja 2023 Special: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Durga Puja 2023 Special: ২০ থেকে ২৪ অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী) এখানে চলবে বিশেষ উৎসব 'মা দুর্গা’জ গ্রিফিন ওডিসি'। নিরামিষ ও আমিষের জয়জয়কার।
কলকাতা: বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। তারচেয়ে অনেক বেশি আনন্দের উদযাপন। এর একটা বড় অংশ জুড়ে থাকে খাওয়াদাওয়া; আমিষ এবং নিরামিষ— দুইয়েরই সমান কদর। পুজোর ক’দিন বাঙালির চাই জমিয়ে খাওয়া দাওয়া। এবার পুজোয় কোথায় কোথায় খেতে যাওয়া যেতে পারে কলকাতায়, দেখে নেওয়া যাক এক নজরে—
JW Marriott Kolkata—
২০ থেকে ২৪ অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী) এখানে চলবে বিশেষ উৎসব ‘মা দুর্গা’জ গ্রিফিন ওডিসি’। নিরামিষ ও আমিষের জয়জয়কার। সঙ্গে রয়েছে আনলিমিটেড বেভারেজ প্যাকেজ এবং কিডস বুফে।
advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
advertisement
Fairfield by Marriott Kolkata—
এখানেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে ‘পুজোরবাড়ি’ উৎসব। খাঁটি বাঙালি খাবারে নতুনত্বের খোঁজ।
The Westin Kolkata Rajarhat—
এদের উপহার ‘ঢাক ঢোল ধুনুচি ৪.০’। ষষ্ঠী থেকে দশমী কষা মাংস, বাসন্তী পোলাও-সহ লোভনীয় সব রাজকীয় খানাপিনার আয়োজন।

advertisement
Monkey Bar Kolkata—
এখানে ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ‘পান্ডালস অফ চায়নাটাউন’। চায়নাটাউনের স্বাদে বাঙালির উৎসব যাপনে থাকছে ড্রাগন চিকেন, হট বেসিল উইংস-সহ অনেক পদ।

Rendezvous-Altair—
ঐতিহ্যবাহী এবং আধুনিক ভারতীয় স্বাদের মেলবন্ধন। ভারতীয় স্বাদের সংমিশ্রণ। বার্মিজ খা সোয়ে চিকেন, মিসো টেম্পুরা ফিস বা ম্যাঙ্গালোরিয়ান চিকেন সুক্কার স্বাদে ডুব দিতে পারেন পুজোর ক’দিন। সঙ্গে রাখা যেতে পারে পেস্তা ফিলিং শ্রীকন্দ ক্রিম এবং কালজাম।
advertisement
Crumb & co—
পুজোর ক’দিন মিষ্টি ছাড়া বাঙালির চলবে কী করে! তাই Crumb & Co. দিচ্ছে এক স্বর্গীয় আনন্দের হাতছানি। লেমন মেরিঙ্গু টার্ট, বাস্ক চিজকেক, চকোলেট অ্যান্ড রাস্পবেরি ডিলাইটের মতো হাজার পদ।
Homely Zest—
পুজোর আনন্দকে চিরাচরিত প্রথায় উপভোগ করতে চাইলে এখানে পাওয়া যেতে পারে খিচুড়ি এবং কুরকুরে বেগুন, মোচার কাটলেটের মতো লোভনীয় পদ।
advertisement
Balaram Mullick & Radharaman Mullick—
খাঁটি বাঙালিয়ানার জন্য চাই বাঙালির মিষ্টি। তাই নলেন গুড়ের শাঁখ সন্দেশ, শারদীয়া সন্দেশের ভাণ্ডারে অবগাহন করা নিতান্ত প্রয়োজন।
Paprika Gourmet—
পেটুক বাঙালির জন্য এখানে রয়েছে দেশীয় স্বাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, গ্রেজিং প্ল্যাটার, রোজ গার্ডেন প্ল্যাটার-সহ অনেক কিছু।
The Mint Enfold—
যাঁরা খাওয়াদাওয়ার সঙ্গে সঙ্গে সমান গুরুত্ব দিতে চান স্বাস্থ্যকে তাঁদের জন্য সেরা গন্তব্য হতে পারে এটি।
advertisement
The Bhawanipur House—
শুধু তো খাওয়াদাওয়াই নয়। সঙ্গে চাই দেদার আড্ডা। আর সেই পরিসরের জন্য সেরা ঠিকা এই রেস্তোরাঁ।
Yauatcha Kolakta—
সংস্থার নিজস্বতা এবং কলকাতার গন্ধ মিশিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর নানা পদ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2023 3:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023 Special: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ