TRENDING:

Durga Puja 2023: জিন্স দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল, দেখতে হলে আসতে হবে এখানে

Last Updated:

Durga Puja 2023 Puja Pandal at Siliguri made with 13 quintal jeans: ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে মন্ডপ সাজবে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের। এবার তাদের ৪২ তম বর্ষের থিম "লোক দর্শন"। প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে মন্ডপ সাজবে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের। এবার তাদের ৪২ তম বর্ষের থিম “লোক দর্শন”। প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা। জিন্সের কাপড় দিয়েই তৈরি হচ্ছে গোটা মন্ডপ। মেদিনীপুরের ৫২ জন শিল্পী প্রায় তিন মাস ধরে এই মন্ডপ সজ্জার কাজ করে চলেছেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে দুর্গা মূর্তি। এ বছর তাদের পুজো মণ্ডপ শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
advertisement

প্রসঙ্গত উল্লেখ করা যায় যে জিন্স মূলত ডেনিম থেকে প্রস্তুত করা হয়। বর্তমান প্রজন্মের তরুণ প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে আস্ত একটা মন্ডপ তৈরি করা সম্ভব তা হয়তো এর আগে কেউ ভাবেনি। তাই দাদা ভাই স্পোর্টিং ক্লাবের এবারের এই চমক শিলিগুড়িবাসীর ভীষণ পছন্দ হবে অন্তত এটাই দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ। এবার তাদের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা।

advertisement

ক্লাবের তরফে পুজো কমিটির সম্পাদক সুধাংশু সাহা জানান,”প্রতিবছরই আমরা নতুনত্ব কিছু করতে চাই। এবছর তাই জিন্সের কাপড় দিয়ে গোটা মন্ডপ সেজে উঠবে আমাদের। মেদিনীপুর থেকে বাহান্ন জন শিল্পী এসে প্রায় তিন মাস ধরে মণ্ডপ সজ্জার কাজ করছেন। আশা করছি শিলিগুড়িবাসী আমাদের এই প্রস্তুতি পছন্দ করবে।”

আরও পড়ুনঃ ICC World Cup 2023: প্লেয়ারদের সঙ্গে জাতীয় সঙ্গীতের সময় একজন করে শিশু কেন থাকে, আসল কারণ অনেকের অজানা

advertisement

তিনি আরো বলেন, “পুজোর চার দিন ধরেই নানান রকম অনুষ্ঠান থাকছে। মাঠে নিরাপত্তার খাতিরে চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে। সব মিলিয়ে দাদাভাই ক্লাবের এবারের পুজো মণ্ডপ শহরবাসীকে তাক লাগিয়ে দেবে বলে আশাবাদী তাঁরা।”

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2023: জিন্স দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল, দেখতে হলে আসতে হবে এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল