প্রসঙ্গত উল্লেখ করা যায় যে জিন্স মূলত ডেনিম থেকে প্রস্তুত করা হয়। বর্তমান প্রজন্মের তরুণ প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে আস্ত একটা মন্ডপ তৈরি করা সম্ভব তা হয়তো এর আগে কেউ ভাবেনি। তাই দাদা ভাই স্পোর্টিং ক্লাবের এবারের এই চমক শিলিগুড়িবাসীর ভীষণ পছন্দ হবে অন্তত এটাই দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ। এবার তাদের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা।
advertisement
ক্লাবের তরফে পুজো কমিটির সম্পাদক সুধাংশু সাহা জানান,”প্রতিবছরই আমরা নতুনত্ব কিছু করতে চাই। এবছর তাই জিন্সের কাপড় দিয়ে গোটা মন্ডপ সেজে উঠবে আমাদের। মেদিনীপুর থেকে বাহান্ন জন শিল্পী এসে প্রায় তিন মাস ধরে মণ্ডপ সজ্জার কাজ করছেন। আশা করছি শিলিগুড়িবাসী আমাদের এই প্রস্তুতি পছন্দ করবে।”
তিনি আরো বলেন, “পুজোর চার দিন ধরেই নানান রকম অনুষ্ঠান থাকছে। মাঠে নিরাপত্তার খাতিরে চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে। সব মিলিয়ে দাদাভাই ক্লাবের এবারের পুজো মণ্ডপ শহরবাসীকে তাক লাগিয়ে দেবে বলে আশাবাদী তাঁরা।”
অনির্বাণ রায়