TRENDING:

Durga Puja 2021 | Paper Durga Idol: কাগজের তৈরি দুর্গাপ্রতিমা! তাক লাগালেন জলপাইগুড়ির আইন-ছাত্র কুণাল

Last Updated:

তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলার আইন কলেজের (Jalpaiguri Law College) তৃতীয় বর্ষের (3rd year) ছাত্র কুণাল বিশ্বাস (Kunal Biswas) (Durga Puja 2021 | Paper Durga Idol)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: শিল্পে নৈপুণ্যতা, অথচ সেই শিক্ষার নেই কোনও গুরু! প্রথাগত আঁকা বা ভাস্কর্য শিক্ষার পুঁজি শিক্ষা নেয়নি কখনও অথচ কাগজ কেঁটে ও ভাঁজ করে স্বপরিবারে দুর্গা মূর্তি (Durga Puja 2021 | Paper Durga Idol) গড়ে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলার আইন কলেজের (Jalpaiguri Law College) তৃতীয় বর্ষের (3rd year) ছাত্র কুণাল বিশ্বাস (Kunal Biswas) (Durga Puja 2021 | Paper Durga Idol)।
কাগজের তৈরি দুর্গাপ্রতিমা! তাক লাগালেন জলপাইগুড়ির আইন-ছাত্র কুণাল
কাগজের তৈরি দুর্গাপ্রতিমা! তাক লাগালেন জলপাইগুড়ির আইন-ছাত্র কুণাল
advertisement

জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়ার হরপ্রসাদ বিশ্বাস ও বুলা বিশ্বাসের কনিষ্ঠ সন্তান কুণাল। ছোটোবেলা থেকেই আঁকা ও মাটি, আর্টিস্ট ক্লে (artist clay), প্লাস্টার অফ প্যারিস (plaster of paris - POP), কাগজ দিয়ে নানান মডেল (model) বানাতো কুণাল। তৃতীয় শ্রেণীতে পড়াকালীন কুণালের মনে এই দুর্গামূর্তি রেখাপাত করে। খুঁদে কুণাল ছুটে যায় বাবা হরপ্রসাদবাবুর কাছে। আর হাতে খড়ি সেই বাবার কাছে পেয়ে যায় কুণাল। কুণালের কথায়, 'আমি ছোটোবেলা থেকেই বাবাকে দেখেছি দিদিকে স্কুলের নানা জিনিস বানিয়ে দিতে। কখনও বাড়ি, কখন মরুভূমির মডেল, কখনও ডাস্টার! সেই থেকেই ইচ্ছে জাগে বাবা পারলে আমি কেন না? এরপরই ছোটোখাটো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে নানা মডেল বানাতে শুরু করি। ধীরে ধীরে সেই বানানোটা একটা নেশাতে পরিণত হয়।' সে বলে, 'গতবছরও আমি কাগজ দিয়ে একটি দুর্গা মডেল বানিয়েছিলাম। এবছরও সেই কাঠামোতেই অন্যরূপে মায়ের আরেক মৃন্ময়ী প্রতিমা গড়ার ইচ্ছে আছে। আর সেই মতো কাজেও নেমে পরেছি।'

advertisement

কাগজের দুর্গা।

প্রতিমায় কী কী ব্যবহার করা হচ্ছে প্রশ্ন করা হলে কুণাল বলে, 'আর্ট পেপার, ভেলভেট পেপার, মার্বেল পেপার ও সংবাদপত্র দিয়ে যেমন প্রতিমা গড়া হবে। তেমনই মায়ের হাতের অস্ত্র ফয়েল পেপার দিয়ে, গহনার জন্য চুমকি ও পুঁথি, বস্ত্রের জন্য কাপড় ও কাগজ ব্যবহার করছি।' তরুণ কুণালের চোখে আইনজীবী হওয়ার স্বপ্ন। মা-বাবা ও দিদিও চান কুণাল বড় মানুষ হোক, বড় আইনজীবী হোক। কিন্তু ছোটোবেলায় বিজ্ঞান নিয়ে পড়া ছাত্র আজ আইনের কাগজে কাটাকুটি করে। তবে কুণালের ভালোবাসা এই শিল্পচর্চা, প্রতীমা গড়া, নানা মডেল তৈরি। বড় বরাত পেলে কী করবে প্রশ্ন করা হলে কুণালের জবাব, 'প্রথমত ভাবিনি কখনও অতো বড় প্রোজেক্ট নিয়ে। তবে আমি যদি কোনাওদিন সেরম বরাত পাই, তবে সবার আগে বাবাকে পাশে চাই। তারপর দিদি ও মাকে। কারণ, ওই ছোটবেলা থেকে এদের সাহায্যেই আমি আজ এইটুকু করতে পারছি। ওদের অবদান অনস্বীকার্য।'

advertisement

আরও পড়ুন: ফুচকায় চকোলেট-ম্যাগি-চিকেন-কর্ন চিজ-সহ প্রায় ১৫ রকম! 'ফুচকাম্যান'-এর অভিনব প্রয়াস...

কুণালের বাবা হরপ্রসাদ বিশ্বাস একটি মোটর ড্রাইভিং স্কুলের কর্নধার। তিনি বলেন, 'ছেলে ছোটোবেলা থেকেই টুকিটাকি আঁকত। সেটা দেখেই ওকে সবরকম সাহায্য করি। গতবছরও ও একটা প্রতিমা গড়ে। এবছরও আরেকটা বানাচ্ছে। ভালোই লাগে।' একই কথা শোনা যায় কুণালের মা বুলা বিশ্বাসের গলায়। তিনি বলেন, 'ছেলে ছোটোবেলা থেকেই এইরকম নানা জিনিস আঁকাতে ও বানাতে ভালোবাসে। আমরাও সেই অর্থে ওকে কখনও বাধা দেয়নি। ওর এই কাজকর্মে পাড়ার মানুষও খুব প্রশংসা করে। আমি চাই ও বড় কিছু করুক।' কথাপ্রসঙ্গে বলাবাহুল্য, কুণাল এর আগে মাটি দিয়ে সরস্বতী মূর্তিও গড়েছে। রঙিন কাগজ, আঠা, রঙ, বোর্ড, চুমকি ইত্যাদির ব্যবহারে। ইতিমধ্যে কুণাল তাঁর শিল্পকর্ম সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছে। ফলপ্রসূ সমাদৃতও হচ্ছে এই 'না শেখা' শিল্পীর (হবু আইনজীবী) কাজ।

advertisement

শিল্প ও শিল্পী।

আরও পড়ুন: ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন

কুণালের দিদি কিন্তু ভাইয়ের কাজকে ঢের প্রশংসা করেছেন। সঙ্গে বলেন, 'আমার ভাই শুধু আর্টেই নয়, গান-বাজনা ও নাচেও যথেষ্ট ভালো। ছোটোবেলায় আমার নিজের আইন নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল যা ভাইয়ের মধ্যে দিয়ে একপ্রকার স্বপ্নপূরণ। ও অনেক কিছুই বানিয়েছে এখন শুধু ও একটু নিজের কাজগুলির যথার্থ স্বীকৃতি পাক এইটুকুই চাই।' কুণালের হাতে তৈরি কাগজের প্রতিমা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। কাগজের হলেও আয়োজনে একটুও খামতি রাখেনি উঠতি আইনজীবী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভাস্কর চক্রবর্তী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2021 | Paper Durga Idol: কাগজের তৈরি দুর্গাপ্রতিমা! তাক লাগালেন জলপাইগুড়ির আইন-ছাত্র কুণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল