TRENDING:

South Dinajpur News: পাওয়া ‌যাচ্ছেনা সরকারি অনুদান! ভগ্নপ্রায় অধিকাংশ স্কুল! থমকে পড়াশুনা

Last Updated:

South Dinajpur News: চলতি আর্থিক বছরে কম্পোজিট গ্র্যান্ড এর টাকা না পাওয়ার ফলে জেলার আনাচে-কানাচে একাধিক প্রাথমিক স্কুলের ভগ্ন প্রায় দশা। জেলাজুড়ে কোন কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যার ফলে সেখানে পরিকাঠামগত বা দৈনন্দিন খরচটাও অনেক বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: চলতি আর্থিক বছরে কম্পোজিট গ্র্যান্ড এর টাকা না পাওয়ার ফলে জেলার আনাচে-কানাচে একাধিক প্রাথমিক স্কুলের ভগ্ন প্রায় দশা। জেলাজুড়ে কোন কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যার ফলে সেখানে পরিকাঠামগত বা দৈনন্দিন খরচটাও অনেক বেশি। সেই খরচ টানতে গিয়ে শিক্ষকদের নিজেদের পকেট থেকেই টাকা দিতে হচ্ছে বলে দাবি শিক্ষকদের একাংশের।
advertisement

পাশাপাশি অনেক স্কুলেই দৈনন্দিন খরচা চালানোর মত পরিস্থিতি নেই। যার ফলে চক-ডাস্টার এর মত প্রয়োজনীয় জিনিস সহ ছাত্র-ছাত্রীদের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অথবা স্কুলের বিল্ডিংয়ের জন্য চলা বিদ্যুতের খরচও টানতে পারছে না স্কুলগুলি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানিয়েছেন,”সরকারের কোন অনুদানই বিগত প্রায় এক বছরের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে না। যে কারণে স্কুলের জন্য ন্যূনতম প্রয়োজনও মেটাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। স্কুল বিল্ডিং অপ্রতুলতা থাকায় একই ঘরে কোথাও দুটো ক্লাস কোথাও বা বারান্দায় বসিয়ে ক্লাস করাতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।”

advertisement

আরও পড়ুনঃ GK: বলুন তো দেখি, দিঘার সমুদ্রের ওপারে কী রয়েছে? উত্তর আপনার কল্পনার বাইরে

সরকারি অনুদান ছাড়া বুনিয়াদি শিক্ষাকে রক্ষা করা সম্ভব নয়। সরকারি অনুদান পাচ্ছেন না স্কুলগুলি। যার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা পরিষেবা। শিক্ষক থেকে শুরু করে জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান সকলেই একই দাবিকরছেন দ্রুত সরকারি অনুদান আসতে হবে স্কুলগুলিতে। নাহলে আগামী দিনে বুনিয়াদি শিক্ষা বড়সড় ধাক্কা খেতে পারে জেলায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: পাওয়া ‌যাচ্ছেনা সরকারি অনুদান! ভগ্নপ্রায় অধিকাংশ স্কুল! থমকে পড়াশুনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল