TRENDING:

Duare Doctor: 'দুয়ারে ডাক্তার'! দরকারে হাসপাতালে ভর্তিও করা হবে! দুয়ারে সরকারের নয়া চমক

Last Updated:

Duare Doctor: রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে মিলবে চিকিৎসা পরিষেবাও। জানুন কী কী সুবিধা পাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:  দুয়ারে ডাক্তার! রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে মিলবে চিকিৎসা পরিষেবাও। সপ্তম দুয়ারে সরকার শিবিরে একাধিক সরকারি পরিষেবা যুক্ত করার পাশাপাশি চিকিৎসা পরিষেবাও দেওয়ার উদ্যোগ প্রশাসনের। ইতিমধ্যে মালদহ জেলার বিভিন্ন ব্লকে দুয়ারে সরকার শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা সহজে পৌঁছে দিতে এমন উদ্যোগ। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লকে দুয়ারে সরকার শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। একদিন করে প্রতিটি শিবিরে চিকিৎসক সহ একটি মেডিকেল টিম উপস্থিত থাকবে। দুয়ারে ডাক্তার শিবিরে মালদহ মেডিকেল কলেজে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন।
advertisement

বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা উপস্থিত থাকবেন শিবির গুলিতে। এই শিবির গুলিতে মূলত বিভিন্ন রোগ নির্ণয় থেকে শুরু করে মেডিসিন বিভাগের বিভিন্ন পরিষেবা মূলত দেওয়ার পরিকল্পনা হয়েছে। মালদহ জেলায় প্রতিদিন একটি করে শিবিরে দুয়ারে ডাক্তার পরিষেবা মিলবে। জেলার ১৫ ব্লকেই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার পরিষেবা।

advertisement

আরও পড়ুন: 

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, দুয়ারে সরকার শিবিরের নতুন উদ্যোগ চিকিৎসা পরিষেবার। আমরা মেডিকেল কলেজের পক্ষ থেকে চিকিৎসকদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। বিভিন্ন সিভির গুলিতে চিকিৎসা করা যাবেন চিকিৎসা পরিষেবা প্রদান করবেন সাধারণ মানুষকে।

advertisement

View More

 আরও পড়ুন:  বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি

মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই পরিষেবা দেওয়ার মূল লক্ষ্য, গ্রামীণ এলাকায় বহু সাধারণ মানুষ অসুস্থ থাকলে বিভিন্ন কারণে চিকিৎসা করাতে পারছেন না। গ্রামীন এলাকার বহু দুস্থ পরিবারের মানুষ অসুস্থ হলেও তারা সহজে চিকিৎসা করাতে যান না। এই থেকে রোগ আরও বৃদ্ধি পেতে থাকে। সমস্যায় পড়তে হয়, রোগী ও তার পরিবারদের। তাই গ্রামীণ এলাকার সাধারণ মানুষের মধ্যে সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ। দুয়ারে সরকার শিবির গুলিতে ডাক্তারবাবু চিকিৎসা পরিষেবা দিলে বহু মানুষ সহজে আসবেন এখানে পরিষেবা নিতে। সরকারি এই শিবির গুলিতে বহু জটিল রোগের চিকিৎসা পরিষেবা পেতে পারবেন সাধারণ মানুষ। দুয়ারে সরকার শিবির গুলিতে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে রোগীদের চিকিৎসা পরিষেবা ভালভাবে পাওয়ার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হবে প্রশাসনের উদ্যোগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Duare Doctor: 'দুয়ারে ডাক্তার'! দরকারে হাসপাতালে ভর্তিও করা হবে! দুয়ারে সরকারের নয়া চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল