খুশির খবর, জঙ্গল ঘোরা বা সাফারির খরচ বাড়ছে না। জঙ্গলে জিপ সাফারিতে পর্যটকপিছু খরচ লাঘব থাকলেও গাইড ও গাড়ি ভাড়া টাওয়ার পিছু কোথাও ১৩০০ টাকা, ১৬০০ টাকা এবং ১৮০০ টাকা পর্যন্ত দিতে হয় পর্যটকদের। এবার পর্যটকদের জন্য থাকছে এক নতুন চমক-হাতির খুনসুটি আর স্নান দেখার সুযোগ। মাত্র কিছু মূল্যের টিকিটের বিনিময়েই মিলবে এই বিশেষ অভিজ্ঞতা। ধুপঝোড়া এলাকাতেই তৈরি হয়েছে হাতির স্নানের জায়গা। শুধু তাই নয়, পর্যটকদের জন্য গজরাজের সঙ্গে ছবি তোলার জন্য বিশেষ ফটো সেশনও রাখা হয়েছে।
advertisement
গরুমারায় এখন রয়েছে ৭৫টি সাফারি গাড়ি এবং পর্যটকদের সঙ্গী হতে ১১টি কুনকি হাতি। বনদফতর জানিয়েছে, পুজো মরশুমে পর্যটকের চাপ বাড়লে আরও হাতি নামানো হতে পারে সাফারির জন্য। অনলাইনের পাশাপাশি থাকছে অফলাইনে হাতি সাফারির সুযোগও। গরুমারা ডিভিশনের এডিএফও রাজীব দে জানান, আপাতত অফলাইনে বুকিংয়ের জন্য একটি কুনকি রাখা হচ্ছে। আগে আসা পর্যটকরা ধুপঝোড়া থেকে সরাসরি বুকিং করতে পারবেন।
অতিথিদের নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে বনদফতর। সাফারির রুটে সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে, যাতে পর্যটকরা নির্ভয়ে প্রকৃতির রূপসুধা উপভোগ করতে পারেন। সব মিলিয়ে পুজোর আগে ডুয়ার্সের জঙ্গল হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের রোমাঞ্চকর ঠিকানা।