TRENDING:

Dooars Tourism: ৩ মাস পর খুলল ডুয়ার্সের জঙ্গল, পুজোয় বাড়ছে নাকি কমছে ডুয়ার্স বেড়ানোর খরচ? পর্যটকদের জন্য অপেক্ষায় নয়া চমক

Last Updated:

Dooars Tourism: পুজোর মুখে দারুন চমক ভ্রমনপ্রেমীদের! যারা ভাবছেন পুজোর ছুটিতে একবার ডুয়ার্স -জঙ্গল ভ্রমণ করবেন তাদের জন্য এক্কেবারে মোক্ষম সময় ! বিগত তিন মাস প্রজননকালীন ঋতু পেরিয়ে আজ মঙ্গল বার থেকে খুলছে জঙ্গলের দ্বার। থাকছে নতুন আকর্ষণ! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পুজোর মুখে দারুন চমক ভ্রমনপ্রেমীদের! যারা ভাবছেন পুজোর ছুটিতে একবার ডুয়ার্স-জঙ্গল ভ্রমণ করবেন তাদের জন্য একেবারে মোক্ষম সময়! গত তিনমাস প্রজননকালীন ঋতু পেরিয়ে আজ মঙ্গল বার থেকে খুলছে জঙ্গলের দ্বার, থাকছে নতুন আকর্ষণ! বিশ্বকর্মা পুজো মিটতেই আবারও প্রাণ ফিরে পাবে ডুয়ার্সের জঙ্গল। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল গরুমারা-সহ বিভিন্ন বনাঞ্চল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বনদফতর। সাফারির রুট সাফসুতরো করা হয়েছে, ভিউ পয়েন্টের কাছাকাছি লাগানো হয়েছে হাতি ও গন্ডারের প্রিয় ঘাস। ফলে ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর হবে বলেই আশাবাদী বনকর্তারা।
advertisement

খুশির খবর, জঙ্গল ঘোরা বা সাফারির খরচ বাড়ছে না। জঙ্গলে জিপ সাফারিতে পর্যটকপিছু খরচ লাঘব থাকলেও গাইড ও গাড়ি ভাড়া টাওয়ার পিছু কোথাও ১৩০০ টাকা, ১৬০০ টাকা এবং ১৮০০ টাকা পর্যন্ত দিতে হয় পর্যটকদের। এবার পর্যটকদের জন্য থাকছে এক নতুন চমক-হাতির খুনসুটি আর স্নান দেখার সুযোগ। মাত্র কিছু মূল্যের টিকিটের বিনিময়েই মিলবে এই বিশেষ অভিজ্ঞতা। ধুপঝোড়া এলাকাতেই তৈরি হয়েছে হাতির স্নানের জায়গা। শুধু তাই নয়, পর্যটকদের জন্য গজরাজের সঙ্গে ছবি তোলার জন্য বিশেষ ফটো সেশনও রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ৫০০ টাকা ব্যাঙ্কে রেখে মাত্র ৪ মাসে ৫ কোটির মালিক…! কচুরী বিক্রেতা আকাশ কী এমন করলেন? ‘ট্রিক’ জেনে হতবাক পুলিশও

আরও পড়ুনঃ রুটি চামড়া হওয়ার দিন শেষ, আটায় মিশিয়ে নিন ২ চামচ গরম সাদা জিনিস, লুচি-পরোটা ফেলে সবাই কাড়াকাড়ি করবে, রাঁধুনির মোক্ষম টিপস

View More

গরুমারায় এখন রয়েছে ৭৫টি সাফারি গাড়ি এবং পর্যটকদের সঙ্গী হতে ১১টি কুনকি হাতি। বনদফতর জানিয়েছে, পুজো মরশুমে পর্যটকের চাপ বাড়লে আরও হাতি নামানো হতে পারে সাফারির জন্য। অনলাইনের পাশাপাশি থাকছে অফলাইনে হাতি সাফারির সুযোগও। গরুমারা ডিভিশনের এডিএফও রাজীব দে জানান, আপাতত অফলাইনে বুকিংয়ের জন্য একটি কুনকি রাখা হচ্ছে। আগে আসা পর্যটকরা ধুপঝোড়া থেকে সরাসরি বুকিং করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অতিথিদের নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে বনদফতর। সাফারির রুটে সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে, যাতে পর্যটকরা নির্ভয়ে প্রকৃতির রূপসুধা উপভোগ করতে পারেন। সব মিলিয়ে পুজোর আগে ডুয়ার্সের জঙ্গল হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের রোমাঞ্চকর ঠিকানা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tourism: ৩ মাস পর খুলল ডুয়ার্সের জঙ্গল, পুজোয় বাড়ছে নাকি কমছে ডুয়ার্স বেড়ানোর খরচ? পর্যটকদের জন্য অপেক্ষায় নয়া চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল