তৃতীয় ঢেউ নিয়ে প্রথম থেকেই চিকিৎসকদের আশংকা ছিল ছোটদের নিয়ে। ইতিমিধ্যেই দেশজুড়ে বিপুল সংখ্যক শিশু এই মারণ ভাইরাসে আক্রান্ত। ক্রমশ উদ্বেগ (Dooars Corona Death) বাড়ছে বাবা-মায়েদের মধ্যে। কারণ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গোটা দেশ জুড়ে প্রতিদিন বেড়েই চলেছে।এই রাজ্যের অন্যান্য জেলার মতো ডুয়ার্সেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে এবারে করোনাতে আক্রান্ত হয়ে বলি হল সদ্যোজাত ৫ দিনের এক শিশু।
advertisement
আরও পড়ুন : ১ বছর, ১৫৬ কোটি কোভিড টিকা! 'দ্রুততম ও বৃহত্তম' ভ্যাকসিন ড্রাইভের বর্ষপূর্তি আজ...
জানা গিয়েছে, গত ১১ই জানুয়ারি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির।পরিবারের তরফে ভালোবেসে নাম রাখা হয়েছিল আনমোল প্রধান। মাত্র ছয় দিনের মাথায় শিশুটির মৃত্যুর কারণে কান্নায় ভেঙ্গে পড়েছে গোটা পরিবার।
সূত্রের খবর, মা কোভিড আক্রান্ত (Dooars Corona) ছিলেন আগেই। জানা গিয়েছে কোভিড আক্রান্ত অবস্থাতেই মনমায়া প্রধান নামে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুরিবাড়ী এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা মহিলা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এর পর সন্তানের জন্ম দেন তিনি। পাঁচ দিন পার হতেই শিশুটির স্বাস্থ্য ও করোনা পরীক্ষা করেন চিকিৎসকরা। তাতেই করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরই শিশুটির মৃত্যু (Dooars Covid Death) হয়।
স্বাভাবিকভাবে গোটা ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরের।কারণ এবারে করোনাতে আক্রান্ত হচ্ছে ছোটরাও। তৃতীয় ঢেউয়ের যে রেশ তা কিন্তু ইতিমধ্যেই ক্রমশ বাড়তে শুরু করেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এবিষয়ে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাঃ অরিন্দম চৌধুরী জানান, "শিশুটিকে আজ সকালেই পরিবারের লোকজন সর্দি-কাশি নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। সেই অনুযায়ী আমি চিকিৎসা শুরু করি নিমুলাইজ করতে বলি। চিকিৎসা শুরু হলে মৃত্যু হয় এরপর আমরা র্যাপিড টেস্ট করি রিপোর্ট পজেটিভ আসে। পরিবারের লোকদের আগামিকাল এসে আর টি পি সি আর টেস্ট করতে বলা হয়েছে। মৃত শিশুটির মা সম্ভবত পজেটিভ রয়েছে এখনও, আগামিকাল টেস্ট করলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। শিশুটির জন্ম পাঁচদিন আগে এই হাসপাতালেই হয়েছিল। শিশুর পরিবারের সকলকে আপাতত হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
শেখ রকি চৌধুরী