India Vaccination One Year: ১ বছর, ১৫৬ কোটি কোভিড টিকা! 'দ্রুততম ও বৃহত্তম' ভ্যাকসিন ড্রাইভের বর্ষপূর্তি আজ...

Last Updated:

India Vaccination One Year: শনিবার পর্যন্ত, গোটা দেশে মোট ১৫৬.৩৭ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।

 তবে দার্জিলিংয়ে আবারও বেড়েছে সংক্রমণ। সে জেলায় একদিনে সংক্রমিত ৩২২ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ।
 তবে দার্জিলিংয়ে আবারও বেড়েছে সংক্রমণ। সে জেলায় একদিনে সংক্রমিত ৩২২ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ।
#নয়াদিল্লি: রবিবার দেশের কোভিড -19 টিকাকরণ (Coronavirus Vaccination) অভিযানের এক বছর পূর্ণ করল ভারত। ১৫৬ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ পরিচালনা করে বৃহত্তম ভ্যাকসিন ড্রাইভ হয়েছে দেশ। এই দিনে, এক বছর আগে, আজকের দিনেই প্রথম কোরোনাভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ অভিযান (India Vaccination One Year) শুরু করেছিল দেশ। প্রথম পর্বে তার স্বাস্থ্য এবং ফ্রন্টলাইন কর্মীদের কোভিড টিকাদানের মধ্যে দিয়ে টিকাকরণের কাজে নেমেছিল দেশ। ধীরে ধীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বে টিকাকরণে এই বিপুল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয় ভারত।
শনিবার পর্যন্ত, গোটা দেশে  (India Vaccination One Year)  মোট ১৫৬.৩৭ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি সম্পূর্ণরূপে টিকার দুটি ডোজ ইতিমধ্যেই নিয়ে নিতে পেরেছেন বলেই দাবি করা হচ্ছে সরকারি পরিসংখ্যানে। সবমিলিয়ে ইতিমধ্যেই দেশের জনসংখ্যার ৬৫ কোটিরও বেশি সুবিধাভোগী করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে।
advertisement
advertisement
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গোটা রাজ্যে এখনও পর্যন্ত ৬৫.৫ শতাংশ মানুষকে প্রথম ডোজ  (India Vaccination One Year)  দেওয়া হয়েছে। সেই হিসেবে প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ০৪ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন রাজ্যের ৪৭ শতাংশ জনগণ। হিসেবে যা দাঁড়ায় ৬ কোটি ৪৮ লক্ষেরও বেশি মানুষ। এখনও অবধি বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লক্ষেরও অধিক মানুষকে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে টিকাকারণ হয়েছে ৩ কোটির। ট্রান্সজেন্ডারদের দেওয়া হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ডোজ।
advertisement
advertisement
দেশের এই বড় সাফল্যের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) একটি ট্যুইট করে জানান, সকলের অদম্য ইচ্ছায় টিকাকরণ অভিযান সফল হয়েছে। দেশের মানুষ একত্রিত হলে ভারত কী অর্জন করতে পারে, এটা তার একটা উদাহরণ। আজ অভিযানের এক বছর সম্পন্ন হল। করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে এক অন্য শক্তি দেবে এই টিকাকরণ অভিযান  (India Vaccination One Year) ।
advertisement
advertisement
উল্লেখ্য, গোটা দেশের মধ্যে টিকাকরণে (Coronavirus Vaccination) মাইলস্টোন ছুঁয়েছে রাজ্য। ভারতের টিকা অভিযানের এক বছরের দিন স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করা হয়। সেই পোস্টে ভারতের ভ্যাকসিনেশনের বিশেষ দিনগুলি উল্লেখ করা হয়। ২০২১-এর ২ জানুয়ারি ভারতের তৈরি দুটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় ভ্যাকসিনেশন।
advertisement
১৯ ফেব্রুয়ারির মধ্যে ভারত রেকর্ড গড়ে টিকাকরণের (Coronavirus Vaccination) দিক থেকে। এই একমাসের মধ্যে ১ কোটি ভারতবাসীকে টিকাকরণ করা হয়। আর ১ মার্চ থেকে দেশবাসীর সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশন চালু করে কেন্দ্র সরকার। আরোগ্য সেতু, কো-উইন পোর্টাল, উমাংগ অ্যাপের মাধ্যমে টিকাকরণের স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Vaccination One Year: ১ বছর, ১৫৬ কোটি কোভিড টিকা! 'দ্রুততম ও বৃহত্তম' ভ্যাকসিন ড্রাইভের বর্ষপূর্তি আজ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement