পর্যটনে ভরে থাকা মরশুমে দাঁড়িয়ে খাঁ খাঁ করছে ডুয়ার্স-সহ বিস্তীর্ণ পাহাড়। বুকিং বাতিল করে ফিরে যাচ্ছেন পর্যটকরা। নতুন বুকিংও নাগাড়ে বাতিল হচ্ছে। যার কারণে লাটাগুড়ি, মূর্তির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো পর্যটক শূন্য হয়ে পড়েছে।
advertisement
সকাল থেকে সন্ধ্যা অবধি ঠায় দাঁড়িয়ে দোকানপাঠ। কিন্তু দেখা নেই ক্রেতাদের। যার ফলে মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। অন্যান্য বছর এই সময় উপচে পড়া ভিড় থাকে পর্যটনকেন্দ্রে। এমনকি রিসোর্টগুলোও থাকে পর্যটকে ঠাসা। তবে এই বছরের ছবিটা একদমই উলটো। ৯০ শতাংশ রিসোর্ট পর্যটক শূন্য। যারা বুকিং করেছিলেন প্রাকৃতিক দুর্যোগের পর সমস্ত বুকিংই বাতিল হয়েছে।
আরও পড়ুনঃ এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! DVC-র জলে হাবুডুবু খাচ্ছে খানাকুল, ডুবছে পরপর পঞ্চায়েত এলাকা
যারা ঘুরতে এসেছিলেন তারা মাঝ পথেই বাড়ি ফিরে যাচ্ছেন। এমনই ছবি দেখা গেল ডুয়ার্সের লাটাগুড়ি, মূর্তি এলাকায়। মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। তবে রিসোর্ট মালিকরা অভয় দিচ্ছেন পর্যটকদের। সাম্প্রতিক দুর্যোগের জেরে পাহাড়ে সমস্যা দেখা দিলেও ডুয়ার্স তরাইয়ে কোন সমস্যা নেই। রাস্তাঘাট খোলা রয়েছে, বিপদমুক্ত পর্যটন কেন্দ্র। তাই সবাইকে নির্ভয়ে ডুয়ার্সে আসার কথা বলছেন পর্যটন ব্যবসায়ীরা।