এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! DVC-র জলে হাবুডুবু খাচ্ছে খানাকুল, ডুবছে পরপর পঞ্চায়েত এলাকা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
DVC Water Release: একদিকে লাগাতার বৃষ্টি আর অন্যদিকে জল ছাড়ছে ডিভিসি। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। ডিভিসির ছাড়া জলে খানাকুলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় সবজি চাষ কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।
খানাকুল, হুগলি, শুভদীপ ঘোষ: এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। একদিকে লাগাতার বৃষ্টি আর অন্যদিকে জল ছাড়ছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে খানাকুলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। সোমবারই খানাকুলের দুটি পঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছিল। মঙ্গলবার আরও একটি পঞ্চায়েত এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে।
হুগলি জেলার খানাকুলের মাড়োখানা, জগৎপুর ও খানাকুল-২ পঞ্চায়েত এলাকার বহু গ্রামে ঢুকেছে জল। বিস্তীর্ণ চাষের জমির পাশাপাশি নিচু এলাকার একতলা বাড়িতেও ঢুকে পড়েছে জল। গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় নতুন করে শুরু দুর্ভোগ। মাড়োখানা বাজার থেকে পানশিউলি বাজার যাওয়ার রাস্তায় জল উঠে যাওয়ায় বাজার পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি ও কোটালের জোড়া ফলা! ক্ষতিগ্রস্ত সাগরের নদীবাঁধ, হু হু করে নোনা জল ঢুকছে এলাকায়, বিডিওকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি ছুটছেন মন্ত্রী
পানশিউলি বাজারে হাওড়া-হুগলি যোগাযোগের বাঁশের সেতু খুলে নেওয়ায় যাতায়াতের ভরসা নৌকা। মাড়োখানা, হানুয়া, জগৎপুর, বারনন্দনপুর, কাকনান-সহ একাধিক গ্রামে ঢুকেছে জল। এই সময়টা সবজি চাষের জন্য উপযুক্ত। কিন্তু চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় আদৌ চাষ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমালেও এখনও পুরোপুরি বন্ধ করেনি। ফলে এখনই এই বন্যা পরিস্থিতি থেকে স্বস্তি মিলছে না খানাকুলের নিচু এলাকার মানুষের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
October 07, 2025 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! DVC-র জলে হাবুডুবু খাচ্ছে খানাকুল, ডুবছে পরপর পঞ্চায়েত এলাকা