TRENDING:

ডাক্তার বলেছিল সিজার হবে, বাচ্চার জন্মও হয়! অপারেশন শেষ হতেই আচমকা ব্লিডিং, জানা গেল বাদ গিয়েছে... আলিপুরদুয়ারে তুলকালাম

Last Updated:

সিজার করার সময় মূত্রনালী কেটে ফেলার অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়ে যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অন্দরে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সিজার করার সময় মূত্রনালী কেটে ফেলার অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়ে যায়  হাসপাতালের অন্দরে। যদিও হাসপাতাল সুপার আশ্বাস দিয়েছেন আরেকটি অস্ত্রোপচার করে মূত্রনালী জোড়া লাগিয়ে দেওয়া হবে।
News18
News18
advertisement

সূত্রের খবর, গত ৮ জুলাই কোচবিহারের বাসিন্দা আলপনা বর্মন বিশ্বাস প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেদিনই তার সিজার করা হয়। রবিবার ভোর থেকে আচমকা ব্লিডিং শুরু হয় রোগীর। শারীরিক পরিস্থিতির অবনতি শুরু হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেইসময় রোগীর পরিজনেরা জানতে পারে গর্ভে শিশুর স্থান বিপজ্জনক অবস্থায় থাকায় মূত্রনালী কাটতে হয়েছিল। যদিও ওই রোগীর সদ্যোজাত শিশু সুস্থ রয়েছে। এই পরিস্থিতিতে রোগীর পরিজনেরা ক্ষোভ উগড়ে দেন হাসপাতালের বিরুদ্ধে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, “আমি খোঁজ নিয়ে দেখেছি সেদিন সিজার করার সময় ওই রোগীর জরায়ুর পাশে মূত্রনালী এমনভাবে ছিল যে সেটিকে না কেটে শিশুটিকে বের করা যাচ্ছিলনা। তবে আরেকবার অস্ত্রোপচার করে মূত্রনালী জুড়ে দেওয়া হবে।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডাক্তার বলেছিল সিজার হবে, বাচ্চার জন্মও হয়! অপারেশন শেষ হতেই আচমকা ব্লিডিং, জানা গেল বাদ গিয়েছে... আলিপুরদুয়ারে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল