সূত্রের খবর, গত ৮ জুলাই কোচবিহারের বাসিন্দা আলপনা বর্মন বিশ্বাস প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেদিনই তার সিজার করা হয়। রবিবার ভোর থেকে আচমকা ব্লিডিং শুরু হয় রোগীর। শারীরিক পরিস্থিতির অবনতি শুরু হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেইসময় রোগীর পরিজনেরা জানতে পারে গর্ভে শিশুর স্থান বিপজ্জনক অবস্থায় থাকায় মূত্রনালী কাটতে হয়েছিল। যদিও ওই রোগীর সদ্যোজাত শিশু সুস্থ রয়েছে। এই পরিস্থিতিতে রোগীর পরিজনেরা ক্ষোভ উগড়ে দেন হাসপাতালের বিরুদ্ধে।
advertisement
হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, “আমি খোঁজ নিয়ে দেখেছি সেদিন সিজার করার সময় ওই রোগীর জরায়ুর পাশে মূত্রনালী এমনভাবে ছিল যে সেটিকে না কেটে শিশুটিকে বের করা যাচ্ছিলনা। তবে আরেকবার অস্ত্রোপচার করে মূত্রনালী জুড়ে দেওয়া হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 7:18 PM IST