তিনি আরও বলেন, ‘যদি কমিশন থাকত, তাহলে এতটা দুরবস্থা হতো না আজ। আসলে এটাও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র।’ রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে তিনি প্রশ্ন তুললেন, ‘ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে কেন ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।’
advertisement
মুখ্যমন্ত্রীও এই দুর্যোগের কারণ হিসেবে ভুটান থেকে নেমে আসা জলের কথা বারবার বলেছেন। তিনি জানান, আমাদের রাজ্যের আকার নৌকার মতো। যে কারণে নেপাল, ভুটান, সিকিম থেকে নদীর জল আমাদের এখানে ঢুকে বন্যা আর ধস পরিস্থিতির তৈরি করছে। ভুটানে ৫৬টা নদী আছে। তবুও আমরা বলায় চারটি বাঁধ তারা বন্ধ করেছে। সিকিমের সমস্ত জল আমাদের এদিকে আসছে। আমরা সিকিমের বিরুদ্ধে নই। তাদের ১৪টি ড্যাম রয়েছে তিস্তায়। আরও তিনটে চারটে বানানোর অনুমতি দিয়েছে কেন্দ্র। কেন দিল? ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন হবে না, সংসদে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কমিশন গঠনের অনুরোধ করেছিলেন।