TRENDING:

ডুয়ার্সে বিপর্যয়! আলোচনায় উঠে আসছে ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের প্রসঙ্গ

Last Updated:

তিনি আরও বলেন, ‘যদি কমিশন থাকত, তাহলে এতটা দুরবস্থা হতো না আজ। আসলে এটাও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দাবি সত্ত্বেও হয়নি ইন্দো-ভুটান রিভার কমিশন। এর জেরেই কেন্দ্রকে তোপ দাগল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ‘গত ১১ অগাস্ট আমি রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জলশক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলাম যে ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে কী ভাবনা রয়েছে? তাতে মন্ত্রী সিআর পাটিল লিখিতভাবে জানিয়েছেন যে এনিয়ে কোনও ভাবনা নেই। ভুটান ও বাংলার নদীগুলি যেমন রায়ডাক, সংকোশের জলে প্লাবিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। ভুটান, সিকিমের বৃষ্টিতে বাংলার মানুষ ডুবছে। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্দো-ভুটান রিভার কমিশন বাস্তবায়িত করা জরুরি। তাহলে নদীর জল নিয়ন্ত্রণ করা যাবে।’
News18
News18
advertisement

তিনি আরও বলেন, ‘যদি কমিশন থাকত, তাহলে এতটা দুরবস্থা হতো না আজ। আসলে এটাও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র।’ রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে তিনি প্রশ্ন তুললেন, ‘ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে কেন ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।’

advertisement

আরও পড়ুন: টিকিট আছে, যা ইচ্ছে করব… রাতে ট্রেনে পুরুষ যাত্রীর সঙ্গে যা করলেন মহিলারা, দেখে ঘুম উড়ল সকলের

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যা ভাসিয়েছে বই, কিন্তু ভাসাতে পারেনি পড়ার ইচ্ছে! ত্রাণ শিবিরে মন ভাল করা ছবি
আরও দেখুন

মুখ্যমন্ত্রীও এই দুর্যোগের কারণ হিসেবে ভুটান থেকে নেমে আসা জলের কথা বারবার বলেছেন। তিনি জানান, আমাদের রাজ্যের আকার নৌকার মতো। যে কারণে নেপাল, ভুটান, সিকিম থেকে নদীর জল আমাদের এখানে ঢুকে বন্যা আর ধস পরিস্থিতির তৈরি করছে। ভুটানে ৫৬টা নদী আছে। তবুও আমরা বলায় চারটি বাঁধ তারা বন্ধ করেছে। সিকিমের সমস্ত জল আমাদের এদিকে আসছে। আমরা সিকিমের বিরুদ্ধে নই। তাদের ১৪টি ড্যাম রয়েছে তিস্তায়। আরও তিনটে চারটে বানানোর অনুমতি দিয়েছে কেন্দ্র। কেন দিল? ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন হবে না, সংসদে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কমিশন গঠনের অনুরোধ করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডুয়ার্সে বিপর্যয়! আলোচনায় উঠে আসছে ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের প্রসঙ্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল