দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরেই ফাঁকা মাঠে ভোট কর্মীদের বুথে পৌঁছানোর জন্য যানবাহন রাখার পার্কিং জোন করা হয়েছে। এই বিধানসভায় মোট ২৬০টি বুথ রয়েছে। প্রতি বুথে ৪ জন করে ভোট কর্মী ভোটগ্রহণের কাজে যুক্ত থাকবেন।
এই বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার মৌমিতা গোধরা বলেন ,তিন জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু’টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ সবদিক থেকেই প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। আগামিকালের উপ-নির্বাচন সুষ্ঠুভাবেই মিটবে এমনটাই আশা করা যায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 3:47 PM IST