TRENDING:

dhupguri By election: ধূপগুড়ির জয়ী তৃণমূলপ্রার্থীর শপথ নিয়েও কি এবার রাজভবনের সঙ্গে সংঘাত? চিঠি-রহস্যের মাঝখানেই শুরু আরেক জল্পনা

Last Updated:

শুধু দিনক্ষণই নয়, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীকে বিধানসভায় কে শপথবাক্য পাঠ করাবেন তা-ও জানাবে রাজভবন। এতদিন সাধারণত, স্পিকারকেই বলা হতো শপথ বাক্য পাঠ করানোর জন্য। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এ নিয়েও জটিলতার আভাস দেখতে পাচ্ছেন রাজনীতির কারবারিরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: বিজেপির কাছ থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ প্রায় সাড়ে ৪ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন ঘাসফুলের নির্মলচন্দ্র রায়৷ সূত্রের খবর, আগামী সপ্তাহের বুধবার বিধানসভায় শপথ নেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু, রাজভবনের নিয়মে বর্তমানে তা পিছিয়ে যেতে চলেছে।
advertisement

জানা গিয়েছে, শপথগ্রহণের কথা জানিয়ে প্রথমে চিঠি দিতে হয় পরিষদীয় মন্ত্রীকে। আগামী সোমবার সেই চিঠি জমা দেওয়া হবে। তারপরেই রাজভবনের তরফে জানানো হবে শপথগ্রহণের দিনক্ষণ৷

শুধু দিনক্ষণই নয়, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীকে বিধানসভায় কে শপথবাক্য পাঠ করাবেন তা-ও জানাবে রাজভবন। এতদিন সাধারণত, স্পিকারকেই বলা হতো শপথ বাক্য পাঠ করানোর জন্য। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এ নিয়েও জটিলতার আভাস দেখতে পাচ্ছেন রাজনীতির কারবারিরা৷

advertisement

আরও পড়ুন: বৃষ্টিভেজা সকাল, খালি পা! স্ত্রীয়ের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক

জগদীপ ধনখড় যখন এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন, সেই সময় একটা নতুন নিয়ম চালু করেছিল রাজভবন। সেই নিয়মে বলা হয়েছিল, বিধায়কদের শপথগ্রহণের বিষয়টি প্রথমে রাজ্যপালকে জানাতে হবে, তারপর, রাজভবন নির্দেশ দিলে তবেই বিধায়ক হিসাবে শপথ নেওয়া যাবে। এর পাশাপাশি রাজ্যপাল বলে দেবেন, তিনিই শপথ বাক্য পাঠ করাবেন, নাকি স্পিকার বা ডেপুটি স্পিকার।

advertisement

আরও পড়ুন: ০ বছর ধরে একটানা সেফ হোমের ভিতরে নাবালিকাকে ধর্ষণ! সামনে এল হরিদেবপুরের কদর্য ঘটনা, গ্রেফতার প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবার চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শেষমেশ রাজভবনের তরফে বলা হয়েছিল ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাবেন। অধ্যক্ষকে এড়িয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষকে। যা নিয়ে তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
dhupguri By election: ধূপগুড়ির জয়ী তৃণমূলপ্রার্থীর শপথ নিয়েও কি এবার রাজভবনের সঙ্গে সংঘাত? চিঠি-রহস্যের মাঝখানেই শুরু আরেক জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল