G-20 Summit: বৃষ্টিভেজা সকাল, খালি পা! স্ত্রীয়ের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক

Last Updated:
British PM Sunak and Wife Akshata In Akshardham Temple: অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র দাভে বলেন, "ওঁর (ঋষি সুনক) চোখে এবং কাজের মধ্যে যে প্রেম যে ভক্তি ছিল, তা এক ভক্তের৷ কোনও দেশের প্রধানমন্ত্রী, কোনও রাজনৈতিক নেতার নয়৷" (সমস্ত ছবি: অক্ষরধাম মন্দির)
1/6
বরাবরই তিনি বলে থাকে তিনি একজন ‘গর্বিত হিন্দু’। জি২০ সম্মেলনে যোগ দিতে এসেও ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক জানিয়েছিলেন, এবার তাঁর কয়েকটি মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেই মতোই জি-২০ সম্মেলনের ফাঁকে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিতে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
বরাবরই তিনি বলে থাকে তিনি একজন ‘গর্বিত হিন্দু’। জি২০ সম্মেলনে যোগ দিতে এসেও ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক জানিয়েছিলেন, এবার তাঁর কয়েকটি মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেই মতোই জি-২০ সম্মেলনের ফাঁকে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিতে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
advertisement
2/6
রবিবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ স্ত্রীকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পৌঁছন ঋষি সুনক। মন্দির কর্তৃপক্ষের তরফে ঐতিহ্য মেনে হিন্দু রীতিনীতি অনুযায়ী তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
রবিবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ স্ত্রীকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পৌঁছন ঋষি সুনক। মন্দির কর্তৃপক্ষের তরফে ঐতিহ্য মেনে হিন্দু রীতিনীতি অনুযায়ী তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
advertisement
3/6
স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে খালি পায়েই মন্দির চত্বরে প্রবেশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তথা ভারতের শিল্পপতি নারায়ণা মূর্তির জামাই। সকালের দিকে দিল্লিতে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। সেই সময় স্ত্রীয়ের মাথায় ছাতা ধরে থাকতেও দেখা যায় সুনককে।
স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে খালি পায়েই মন্দির চত্বরে প্রবেশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তথা ভারতের শিল্পপতি নারায়ণা মূর্তির জামাই। সকালের দিকে দিল্লিতে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। সেই সময় স্ত্রীয়ের মাথায় ছাতা ধরে থাকতেও দেখা যায় সুনককে।
advertisement
4/6
স্ত্রীকে সঙ্গে নিয়েই মন্দির চত্বর ঘুরে দেখেন সুনক৷ প্রাচীন এই মন্দিরের স্থাপত্য শিল্পের ভূয়সী প্রশংসা করেন৷ নীলকণ্ঠ বর্ণী মহারাজের মূর্তির সামনেও অর্ঘ্য নিবেদন করেন দু’জনে৷
স্ত্রীকে সঙ্গে নিয়েই মন্দির চত্বর ঘুরে দেখেন সুনক৷ প্রাচীন এই মন্দিরের স্থাপত্য শিল্পের ভূয়সী প্রশংসা করেন৷ নীলকণ্ঠ বর্ণী মহারাজের মূর্তির সামনেও অর্ঘ্য নিবেদন করেন দু’জনে৷
advertisement
5/6
এদিন স্বামী-স্ত্রী দু’জনেই অত্যন্ত নিষ্ঠাভরে পুজো এবং আরতি করেন৷ পুজোর শেষে তাঁদের অক্ষরধাম মন্দিরের একটি মডেলও উপহার দেন মন্দির কর্তৃপক্ষ৷
এদিন স্বামী-স্ত্রী দু’জনেই অত্যন্ত নিষ্ঠাভরে পুজো এবং আরতি করেন৷ পুজোর শেষে তাঁদের অক্ষরধাম মন্দিরের একটি মডেলও উপহার দেন মন্দির কর্তৃপক্ষ৷
advertisement
6/6
অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র দাভে বলেন, "ওঁর (ঋষি সুনক) চোখে এবং কাজের মধ্যে যে প্রেম যে ভক্তি ছিল, তা এক ভক্তের৷ কোনও দেশের প্রধানমন্ত্রী, কোনও রাজনৈতিক নেতার নয়৷" (সমস্ত ছবি: অক্ষরধাম মন্দির)
অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র দাভে বলেন, "ওঁর (ঋষি সুনক) চোখে এবং কাজের মধ্যে যে প্রেম যে ভক্তি ছিল, তা এক ভক্তের৷ কোনও দেশের প্রধানমন্ত্রী, কোনও রাজনৈতিক নেতার নয়৷" (সমস্ত ছবি: অক্ষরধাম মন্দির)
advertisement
advertisement
advertisement