G-20 Summit: বৃষ্টিভেজা সকাল, খালি পা! স্ত্রীয়ের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক
- Published by:Satabdi Adhikary
Last Updated:
British PM Sunak and Wife Akshata In Akshardham Temple: অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র দাভে বলেন, "ওঁর (ঋষি সুনক) চোখে এবং কাজের মধ্যে যে প্রেম যে ভক্তি ছিল, তা এক ভক্তের৷ কোনও দেশের প্রধানমন্ত্রী, কোনও রাজনৈতিক নেতার নয়৷" (সমস্ত ছবি: অক্ষরধাম মন্দির)
বরাবরই তিনি বলে থাকে তিনি একজন ‘গর্বিত হিন্দু’। জি২০ সম্মেলনে যোগ দিতে এসেও ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক জানিয়েছিলেন, এবার তাঁর কয়েকটি মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেই মতোই জি-২০ সম্মেলনের ফাঁকে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিতে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement