স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরবাইক দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে গুরুতর আহত হন শ্যামল সরকার (২৭), মহিবুল মিয়া (৩৫) ও ফিরোজ আলম (৭)। আহতদের মধ্যে ফিরোজ আলম ও মহিবুল মিয়া বাবা-ছেলে।
আরও পড়ুনঃ তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ
advertisement
বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই প্রথমে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত তিনটি মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি!
অন্যদিকে, পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। ধব্রু মহাকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
