আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস
হাসপতালে ভর্তি থাকা রোগীর দুই আত্মীয় পঙ্কজ বর্মণ ও সন্দীপ বর্মণ জানান, “হাসপাতালের পরিষেবার বেশ কিছুটা উন্নতি হয়েছে। তাই বর্তমানে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন। আগামী দিনে এই সকল পরিষেবা আরও উন্নত হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা তাঁদের। তবে হাসপাতাল চত্বরে সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে, এছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বেশ কিছু জায়গায়। এতে সুরক্ষা ব্যবস্থা অনেকটাই বেড়ে উঠেছে হাসপাতাল চত্বরের। ফলে স্টাফ থেকে শুরু করে রোগী ও তাঁদের আত্মীয় পরিজন বেশ অনেকটাই সুরক্ষিত মনে করছেন নিজেদের। এছাড়া হাসপাতালে বেড়েছে পুলিশের টহল।”
advertisement
আরও পড়ুন: পলিগ্রাফে রাজি হলেও নার্কো টেস্টের অনুমতি দেয়নি সঞ্জয়! কেন আলাদা এই দুই পরীক্ষা?
হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “বেশ কিছু জায়গায় সিসিটিভি ইতিমধ্যেই বসানো হয়েছে। আরও বেশ কিছু জায়গায় সিসিটিভি বসানো হবে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে।” মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাধিক বিষয়ের উন্নয়ন ঘটলেও বেশ কিছু বিষয় নিয়ে এখনোও সমস্যা রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে আগামী দিনে সেই সকল সমস্যাগুলিও সমাধান করার কথা জানিয়েছেন নতুন এমএসভিপি।





