কিন্তু একটি গাছ যে এত ভয়ঙ্কর কেন? জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক পিনাকী সরকার জানান, পার্থেনিয়াম এক প্রকার আগাছা, যার বংশবিস্তার দ্রুত হয়। এটি কেবল মানবদেহ নয়, মাটি ও কৃষিজ ফসলের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। পার্থেনিয়াম গাছের রেণু বাতাসে ছড়িয়ে পড়লে তা থেকে হতে পারে চর্মরোগ, শ্বাসকষ্ট, প্লাসমা এলার্জি সহ নানা জটিল রোগ। বিশেষ করে শিশু, বয়স্ক ও হাঁপানির রোগীরা চরম সমস্যায় পড়ছেন। আশপাশে কোথাও এই গাছ দেখলে গাছ কেটে নির্মূল করা ভীষণভাবে জরুরী বলেই পরামর্শ দেন চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: ভোররাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার চেষ্টায় কাল! হাতির হানায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
জলপাইগুড়ির এলাকার অনেকেই ইতিমধ্যেই চর্মরোগে ভুগছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সোমনাথ দে জানান, “রাস্তাঘাট, খোলা মাঠ, নদীর পাড় – সব জায়গায় এই গাছ বেড়ে চলেছে। এতে একদিকে যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, তেমনি পরিবেশও দূষিত হচ্ছে।” আরেক বাসিন্দা পূর্ণিমা সরকার বলেন, “প্রশাসনের কাছ থেকে কোন সাড়াই পাচ্ছি না। খুব দ্রুত সাফাই অভিযান না হলে সমস্যা আরও বাড়বে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সাফাই অভিযান শুরু করে পার্থেনিয়াম নির্মূল করা হোক। নচেৎ এই বিপদ আগামী দিনে আরও বড় আকার নিতে পারে। এখন দেখার, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে কবে সচেতন হয় স্থানীয় প্রশাসন। কারণ, এই লড়াই শুধুমাত্র গাছের বিরুদ্ধে নয়, নিজেদের সুস্থতার জন্যও বটে!
সুরজিৎ দে





