TRENDING:

Malda News: সাতদিনে আক্রান্ত ২০, মোট ১৭১! ডেঙ্গি নিয়ে চিন্তিত এই জেলার স্বাস্থ্য দফতর

Last Updated:

Dengue is increasing in Malda: বর্ষা নামতেই জেলাজুড়ে রোগের প্রকোপ। গত সাতদিনে মালদহে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গি। লাগাতার বৃষ্টি হচ্ছে জেলায়। চিন্তিত জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে গত সাত দিনের ডেঙ্গির তালিকা প্রকাশ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বর্ষা নামতেই জেলাজুড়ে রোগের প্রকোপ। গত সাতদিনে মালদহে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গি। লাগাতার বৃষ্টি হচ্ছে জেলায়। চিন্তিত জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে গত সাত দিনের ডেঙ্গির তালিকা প্রকাশ হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মালদহে গত সাতদিনে নতুন করে প্রায় ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে।
advertisement

বছরের শুরু থেকেই মালদহে এবার ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ডেঙ্গি মোকাবিলায়। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি বলেন,”গত সপ্তাহে প্রায় কুড়িজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতালে কোনও রোগী ভর্তি নেই। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বৈঠক করা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে।”

advertisement

ডেঙ্গি কবলিত এলাকাগুলিতে শিবির করছে স্বাস্থ্য দফতরের কর্মীরা। প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। পাশাপাশি বাড়িতে কারও জ্বর হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সব বিষয়ে নাগরিকদেরকে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুনঃ North 24 Parganas News: শহরে আবার কলেরা আতঙ্ক, জল বাহিত রোগে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে

advertisement

View More

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত মালদহে ১৭১জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। ২০জন এই সপ্তাহে আক্রান্ত হয়েছে। ভয়ের অতটা কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন প্রতিটি রোগী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সাতদিনে আক্রান্ত ২০, মোট ১৭১! ডেঙ্গি নিয়ে চিন্তিত এই জেলার স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল