ঠিক কেমন এই আধুনিক ছাতা? দেখতে আর পাঁচটা সাধারণ ছাতার মতই। আকারে খানিকটা বড়। ছাতা ব্যবসায়ীদের কথায়, এই ছাতার কাপড় বেশ উন্নতমানের। তাই প্রখর রোদেও রোদের তাপ এই ছাতার কাপড় ভেদ করতে পারে না। ফলত গরম কম লাগে। অনেকে মজা করে একে বলেন ‘এসি ছাতা’।
আরও পড়ুন: বাঁধের অংশ তলিয়ে গিয়েছে নদীতে, আতঙ্কের প্রহর গুনছে গ্রামের মানুষ
advertisement
এই ছাতা ভারী বর্ষণেও বেজায় কাজের। বৃষ্টির জল ছাতা চুঁয়ে চুঁয়ে শরীরে পড়বে না। বিষয়টা জানাজানি হতেই অনেকে এই নতুন ধরনের ছাতা কিনতে দোকানে ভিড় করছেন। প্রায় ৮০০ থেকে ৮৫০ টাকা দরে বিকোচ্ছে এই আধুনিক ছাতা। দাম খানিক বেশি হলেও বেশি দাম দিয়ে উন্নত মানের আধুনিক ছাতা কিনতে কার্পণ্য করছে না জলপাইগুড়িবাসী। সাধারণ ছাতার বিক্রিও আধুনিক ছাতার চাপে তুলনামূলকভাবে অনেকটাই কমেছে বলে জানান ব্যবসায়ীরা। বাজারে এখন আধুনিক ছাতার চাহিদা তুঙ্গে তা বলাই বাহুল্য।
সুরজিৎ দে