মাত্র ৩০ টাকায় কাটা একখানা লটারির টিকিট বদলে দিল তাঁর কপাল। গত তিন মাস ধরেই লটারি কাটছেন বিপিনবাবু। কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরেছেন। তবু হাল ছাড়েননি। আজ হঠাৎই কপাল খুলে গেল তাঁর। লটারিতে পুরস্কার জিতে গেলেন। পেলেন এক কোটি টাকা!
তিনি বলেন, “টিকিটটা মিলে গেছে শুনেই চোখ কপালে উঠে গেল! বারবার দেখে নিশ্চিত হলাম, হ্যাঁ, আমারই টিকিটে লেগেছে।” এদিকে, স্বস্তির নিঃশ্বাস, এবার ঘুচবে সংসারের অনটন। টিকিট মিলিয়ে আর দেরি করেননি, সোজা চলে যান ময়নাগুড়ি থানায় টিকিটটি জমা দিতে। বিপিন রায়ের পরিবার খুব সাধারণ। দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলেছেন তিনি।
advertisement
আরও পড়ুন- এসি চলবে, কিন্তু বিল আসবে ফ্যান চলার মতো! এসির ঘরে করতে হবে ‘ছোট্ট’ এই কাজ
দিন গুজরানের জন্য করতে হত কঠোর পরিশ্রমে। এই লটারি যেন তাঁর জীবনে আলোর রোশনাই হয়ে এল। স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, “সৎভাবে পরিশ্রম করে এমন ভাগ্যবান হওয়াটা সত্যিই প্রাপ্য ছিল তাঁর।” ভবিষ্যতে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, “প্রথমে ব্যাংকে টাকা জমা রাখব, তারপর ভাবব কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়।”
সুরজিৎ দে