বর্তমানে পাহাড়ের বিভিন্ন জায়গায় দেখা যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে নেপালি জনজাতির ঐতিহ্যবাহি পোষাক। নেপালি জনজাতির ঐতিহ্যবাহী পোশাক পড়ে পাহাড়ের স্মৃতি হিসেবে চা বাগানের কোলে বা পাহাড়ের ধারে চলছে ফটোশ্যুট।
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন বর্তমানে পাহাড়ে ঘুরতে আসা বাঙালি পর্যটক বিশেষ করে খুদেরা এই নেপালি পোশাক পরে ছবি তুলতে খুব পছন্দ করছে। সেই অর্থেই তাদের চাহিদা মেটাতে বর্তমানে নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্য সম্পন্ন পোশাক সাজিয়ে রেখেছি স্বল্প টাকার বিনিময়ে এই পোশাক পড়ে ফটোশুট করা হয়। এর ফলে বর্তমানে পাহাড়ের বহু মহিলা এই কাজ করে স্বাবলম্বী হয়ে উঠেছে। পাহাড় মানেই সকলের কাছে একটা আনন্দের জায়গা। সেই অর্থেই পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যকে নিজের করে নিয়েছে।
বর্তমানে পাহাড়ের বিভিন্ন জায়গায় দেখা যায় পাহাড়ের মহিলারা নেপালি পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন পর্যটকদের মুখ চেয়ে। পর্যটকরা এলেই নেপালি জনজাতির ঐতিহ্যবাহী অলংকার থেকে শুরু করে পোশাক পড়ে ছবি তুলতে খুবই পছন্দ করে সেই অর্থেই পর্যটনে পাহাড়ের মহিলাদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে নেপালি জনজাতির ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে অলংকার।
সুজয় ঘোষ