অভিনব এই উদ্যোগের মাধ্যমে বিপর্যস্ত সিকিম, দার্জিলিংয়ের পাশে দাঁড়াতে চেয়েছেন তিন তরুণ। সিলেটের চাবাগান থেকে ম্যারাথন দৌড়ে তিস্তাপারে এসে পৌঁছন তাঁরা। সিলেট 25K ম্যারাথনের মূল লক্ষ্য, দৌড়ের মধ্যে দিয়ে প্রতিবেশী দেশগুলির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করা। সেই কাজে বিক্রমের সঙ্গী ছিলেন আরও দু’জন – মনোজ গুরুং এবং সমীর আহমেদ।
advertisement
আরও পড়ুন : প্রাচীন এই কালীমন্দিরের সঙ্গে জড়িয়ে অলৌকিক গল্প, দীপাবলিতে উপচে পড়ে ভক্তদের ভিড়
প্রসঙ্গত গত ৪ অক্টোবর উত্তর সিকিমের লোনাক হ্রদের জল উপচে তা ধাক্কা দেয় চুংথাং জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারে। তার চাপে জলাধারের একাংশ ভেঙে প্রবল গতিতে নেমে আসে নীচে। তিস্তার তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে যায় সিকিমের সঙ্গে সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। প্রবল ক্ষতিগ্রস্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটক-সহ রংপো, দিকচু, সিংটাম। মৃত্যু হয় অনেকের। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা৷
বিপর্যস্ত অবস্থা থেকে ফের মাথা তুলে দাঁড়াচ্ছে সিকিম৷ ধীরে ছন্দে ফিরছে পর্যটন ব্যবস্থা৷ পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা এই রাজ্যে পাশে দাঁড়াতে ম্যারাথনে পা মেলালেন তরুণ তুর্কী বিক্রম, মনোজ এবং সমীর৷