TRENDING:

পাহাড় যাচ্ছেন? আবহাওয়া জানেন তো! ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং যেন স্বর্গ

Last Updated:

সান্দাক ফু, ধোত্রে, টিংলিংয়ের তাপমাত্রা ১-২ ডিগ্রিতে! তুষারপাতের প্রহর গুনছেন পর্যটকেরা! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: ঝলমলে পাহাড়। শৈলশহর দার্জিলিংয়ের আবহাওয়া একেবারে পরিষ্কার। নীল পাহাড় আর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই দুইয়ের মিশেলে আপ্লুত পর্যটকেরা। যার টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসা। সাতসকালে কাঞ্চন দর্শন দিল খুশ বেড়াতে আসা পর্যটকদের। ম্যালের ভিউ পয়েন্টে ছবি তোলার হিড়িক। পিছনে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ছবি তুলতে ব্যস্ত পর্যটকেরা। কিছুতেই যেন মন চায় না ফিরে আসতে।
ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং
ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং
advertisement

আর যারা টাইগার হিল গিয়েছিলেন সান রাইজ দেখতে, তারা আজ আরও খুশি। তারপর ম্যালে বসে চায়ে পে চর্চা। দেদার গল্প, হর্স রাইড। ব্রেকফাস্ট গ্লিনারিজ বা  ক্যাভেণ্ডার্সে। তারপর বেড়িয়ে পড়া রক আইল্যাণ্ড হোক বা পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানায়। আবার সন্ধ্যায় ডেস্টিনেশন ম্যাল। পাহাড় এখন পর্যটকে ঠাসা। কীসের ঠাণ্ডা! পর্যটকেরা বলছিলেন এমন কনকনে ঠাণ্ডা উপভোগ করতেই তো শৈলশহরে বেড়াতে আসা। বড়দিনের ছুটি এখোনো শেষ হয়নি। তাই অন্তত এই সপ্তাহটা পাহাড়ই ঠিকানা পর্যটকদের কাছে।

advertisement

.

..

আরও পড়ুন: বন্দে ভারতের খাবারে ফিস ফ্রাইয়ের আকার দেখলে চোখ কপালে উঠবে! নেটপাড়ায় শোরগোল

আর এক পাহাড়ি শহর কালিম্পংয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে আজ আরো উজ্জ্বল শায়িত বুদ্ধ। রোদ ঝলমলে আবহাওয়া। হিমেল হাওয়ার জেরে ঠাণ্ডার কাঁপুনি। তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির আশপাশে। শুধু কালিম্পং শহর থেকেই নয়, লাভা, লোলেগাঁও, রিশপ, পেডং থেকেও আজ হাস্যজ্জ্বল কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকেরা। হোম স্টে'গুলোতে নতুন করে বুকিং পাওয়া কার্যত মুশকিল। সবমিলিয়ে জমজমাট পাহাড়। অপেক্ষা এখন শুধু তুষারপাতের।

advertisement

আরও পড়ুন: ওরাকল স্পিকস ৬ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঠাণ্ডায় কাঁপছে সান্দাক ফু'ও! তাপমাত্রা ঘোরাফেরা করছে শূন্য থেকে ১ ডিগ্রির মাঝে। ধোত্রে, টিংলিং, রিমবিক, মানেভঞ্জনের হোম স্টে'গুলোতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। সাদা বরফের টুকরো নিয়ে খেলার অপেক্ষায়! অন্যদিকে সমতলের শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা আবার কুয়াশাচ্ছন্ন। গতকাল রাত থেকেই বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে সমতল। উষ্ণতার খোঁজে আগুন পোহাচ্ছেন স্থানীয়রা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। নতুন বছরের গোঁড়ায় ঠাণ্ডায় কাবু শিলিগুড়ি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড় যাচ্ছেন? আবহাওয়া জানেন তো! ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং যেন স্বর্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল