চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষোভ দার্জিলিং জেলার খড়িবাড়ি জুড়ে। জানা গিয়েছে, খড়িবাড়ির নেতাজি পল্লীর বাসিন্দা রাজা দত্ত বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক সঠিক চিকিৎসা না করায় মৃত্যু হয়েছে রাজার।
advertisement
উলটে ঘটনায় রোগীর পরিজনেদের ভয় দেখানোর অভিযোগ উঠে হাসপাতালের এক চিকিৎসকে বিরুদ্ধে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গোটা ঘটনায় ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মৃতের বন্ধুরা। তাদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঠিকভাবে না থাকায় বাইরে আউটডোরে চিকিৎসা করা হয়। ফোন করে ডাকতে হয় চিকিৎসককে।
আরও পড়ুনঃ ছ’মাস ধরে নিখোঁজ! উত্তরপ্রদেশের যুবক ঘাপটি মেরে রয়েছে রাজ্যে, জানতে পেরে পুলিশ কী করল জানেন?
শুধু তাই নয় একাধিক অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম মল্লিক। তিনি জানান, রোগীর সমস্যা ছিল। তাকে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই ঘটনা। অন্যদিকে অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি।