TRENDING:

Darjeeling-Gangtok Tour: দুর্দান্ত প্যাকেজ! ব্যাগ গুছিয়ে নিন, বসন্তে বেরিয়ে আসুন দার্জিলিং-গ্যাংটকে

Last Updated:

Darjeeling-Gangtok Tour: প্যাকেজে ২০ হাজার টাকা খরচ করলেই নিয়ে যাবে IRCTC ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বসন্তে দার্জিলিং-গ্যাংটক। হোলি স্পেশালে ফের নতুন জায়গায় বেড়ানোর সুলুক সন্ধান করে দিল IRCTC ৷ তাদের সামার হোলি প্যাকেজে এবার নিয়ে যাওয়া হচ্ছে দার্জিলিং ও গ্যাংটক। ৫ রাত ও ৬ দিনের দার্জিলিং সফর। যা শুরু হবে আগামী ২০ তারিখ থেকে। ঘুরে দেখা যাবে দার্জিলিং,মংপু ও মিরিক। কনফার্ম ৩ এসির টিকিটে যাতায়াত করার সুযোগ মিলবে। খাবার, ঘুরে দেখা সব মিলিয়ে খরচ পড়বে ২০ হাজার ৭৬০ টাকা (Darjeeling-Gangtok Tour)।
বসন্তে বেরিয়ে আসুন দার্জিলিং-গ্যাংটকে
বসন্তে বেরিয়ে আসুন দার্জিলিং-গ্যাংটকে
advertisement

অন্যদিকে গ্যাংটক যাত্রাও ট্রেনে চেপে এনজেপি পর্যন্ত। তার পরে গ্যাংটক, নামচি, চারধাম ঘুরে দেখার সুযোগ। ৫ রাত ও ৬ দিনের এই ট্যুরে ধরা আছে সব কিছুই। খরচ পড়বে ২০ হাজার ৭৫০ টাকা। বুকিং করা যাচ্ছে 9163340157 অথবা 9002040108 নম্বরে। হোলি উপলক্ষ্যে স্পেশাল প্যাকেজ চালু করল ভারতীয় রেলের সংস্থা IRCTC, ডুয়ার্স, কেরল, গুজরাত ও নেপালের জন্যে এই স্পেশাল ট্যুর প্যাকেজ চালু করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন-সুদ কমালেও ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড এখনও আকর্ষণীয়, কীভাবে দেখে নিন

গত ১৫ তারিখ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশাল ট্যুর প্যাকেজ। ডুয়ার্সের প্যাকেজ চার রাত, পাঁচ দিনের। লাটাগুড়ি, গরুমারা, সামসিং, সুলতানিখোলা, মেধলা, খুনিয়া, ঝালং, বিন্দু ও মূর্তি দেখানো হবে।  ১৮ মার্চ শুরু হবে এই বিশেষ যাত্রা। খরচ পড়বে ২৩ হাজার ৮৫০ টাকা।প্যাকেজে থাকছে কেরল। সাত রাত, আট দিনের এই স্পেশাল প্যাকেজ। কোচি, মুন্নার, আলেপ্পি, ত্রিবান্দ্রম ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজে। ২৫ মার্চ যাত্রা শুরু। খরচ পড়বে ৩৮ হাজার ৯২৫ টাকা। বিশেষ প্যাকেজে যুক্ত হবে গুজরাত। গত ১৫ মার্চ এই যাত্রা শুরু।

advertisement

আরও পড়ুন-ইউক্রেনের প্রেসিডেন্টের নামে চা, বাজারে এল অসমের ‘জেলেনস্কি’ অ্যারোম্যাটিক টি

ছয় দিন, সাত রাতের এই বিশেষ প্যাকেজ ৷ ঘুরিয়ে দেখানো হবে, আহমেদাবাদ, স্ট্যাচু অফ ইউনিটি, গির, দ্বারকা, সোমনাথ, নাগেশ্বর, রাজকোট। খরচ পড়বে ৩০ হাজার ৭৫ টাকা। হোলি স্পেশাল প্যাকেজে থাকছে নেপাল। আগামী ২৭ মার্চ নেপাল যাত্রা শুরু হবে। সাত রাত, আট দিনের এই ট্যুর হতে চলেছে। কাঠমান্ডু, পোখরান, চিতওয়ান থাকছে এই প্যাকেজে। এই প্যাকেজে খরচ হবে ২৮ হাজার ২৪৫ টাকা।IRCTC সূত্রে খবর, 9002040020 ও 9002040126 নম্বরে বুকিং করা যাবে এই হোলি স্পেশাল প্যাকেজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ ছাড়া IRCTC ওয়েবসাইট থেকেও বুক করা যাবে। আধিকারিকদের বক্তব্য, ডুয়ার্সের একাধিক জায়গায় বহু পর্যটক যাতায়াত করছেন। এখন চাহিদা আরও অনেক বেড়েছে। তাই ডুয়ার্স এই রাজ্যে বাছাই করা হয়েছে। কেরালা, গুজরাতেও এখন চাহিদা বেড়েছে। বিভিন্ন শ্রেণির মানুষ যাতায়াত করেন। তাই তাদের সুবিধার কথা ভেবেই এই প্যাকেজ করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই অর্থনৈতিক অবস্থা দেখেই হোলি স্পেশাল চালানো হচ্ছে বলে IRCTC সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling-Gangtok Tour: দুর্দান্ত প্যাকেজ! ব্যাগ গুছিয়ে নিন, বসন্তে বেরিয়ে আসুন দার্জিলিং-গ্যাংটকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল