Zelensky Tea: ইউক্রেনের প্রেসিডেন্টের নামে চা, বাজারে এল অসমের ‘জেলেনস্কি’ অ্যারোম্যাটিক টি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Tea Named After Ukraine President Zelensky: ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্মান জানাতেই চায়ের নাম রাখা হয়েছে তাঁর নামেই (Zelensky Tea)৷
গুয়াহাটি: চা-এর বাজারেও এবার চমক ৷ বাজারে এল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চা ৷ অসমের একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি নামের ব্র্যান্ডের চা সম্প্রতি লঞ্চ করেছে ৷ চা খেতে কেমন, তা তো খাওয়ার পরেই বোঝা যাবে ৷ তবে এই চায়ের নামে যে চমক আছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্মান জানাতেই চায়ের নাম রাখা হয়েছে তাঁর নামেই (Zelensky Tea)৷
ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় এখন কার্যত ধবংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অধিকাংশ শহর ৷ যুদ্ধে মৃত্যু হয়েছে দেশের অসংখ্য সাধারণ নিরীহ নাগরিকের ৷ ঘর-ছাড়া বহু মানুষ ৷ তবে এই অবস্থাতেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ হারার আগে হার স্বীকার করার পাত্র তিনি নন ৷ অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি (Zelensky Tea)।
advertisement
advertisement
অসমের ওই চা প্রস্তুতকারক সংস্থার দাবি এই চা আসল ‘কড়ক’ চা ৷ সংস্থার প্রধান জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য জেলেনস্কিকে অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা ৷ কিন্তু দেশের কোটি কোটি মানুষের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জেলেনস্কি ৷ থেকে গিয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষদের জন্যই ৷ জেলেনস্কির সেই সাহস ও বীরত্বকে সম্মান জানাতেই এই চায়ের নামকরণ হয়েছে তাঁর নামেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 7:14 AM IST