TRENDING:

Siliguri News: সিটং ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, ফেব্রুয়ারির ৩ দিন হোমস্টে বুকিংয়ে থাকছে মেগা ছাড়

Last Updated:

গ্রামীণ ট্যুরিজমের সাফল্য উদযাপনে সিটংয়ের অহলে বিশাল আয়োজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: গ্রামীণ ট্যুরিজমের সাফল্য উদযাপনে সিটংয়ের অহলে আয়োজিত হতে চলেছে দার্জিলিং ইকো ট্যুরিজম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। আগামী ৭ থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। বৃহস্পতিবার এ নিয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু, সিটংয়ের ট্যুরিজম হোমস্টে অ্যাসোসিয়েশনের সদস্য শিশির প্রধান, সুভাষ সুব্বা এবং পদম গুরুংরা।
advertisement

ফেস্টিভ্যাল নিয়ে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক বললেন, ‘এবার উৎসবের দ্বিতীয় বর্ষ। অরুণাচলপ্রদেশ, অসম, নেপাল, ভুটানের গ্রামীণ স্টেকহোল্ডারদের আমরা ট্রেনিং দিচ্ছি, তাঁরা এখানে এসে দেখে শিখে যাচ্ছে সমস্ত কিছু। এই সাফল্যগুলো উদযাপন করার জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন।’

আরও পড়ুন: দেশি বিদেশি হাঁস প্রতিপালন করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছে যুবক

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

উদ্যোক্তারা জানিয়েছেন, ফেস্টিভ্যালের এই কয়েকটা দিন সিটংয়ের হোমস্টেগুলিতে থাকবে বিশেষ ছাড়। সেই সঙ্গে প্রকৃতির মাঝে উৎসবের মূলকেন্দ্রে সকলের জন্য থাকবে আহারের ব্যবস্থা। উদ্যোক্তারা আশা করছেন, উৎসবের ক’টা দিন পর্যটকরা আবার সিটংমুখী হবেন। গ্রামীণ পর্যটনের কেন্দ্র হল দার্জিলিং জেলার লাটপাঞ্চার এবং সিটং। সেখানেই তিনদিনের উৎসবে মেতে উঠবেন পর্যটক, স্থানীয় নানা জনজাতি, পর্যটন ব্যবসায়ী এবং পর্যটনপ্রেমীরা।

advertisement

উদ্যোক্তারা জানালেন, পর্যটকদের কথা মাথায় রেখে রক ক্লাইম্বিং, ব্যাপলিং, বার্ড ওয়াচিং, ক্যম্পিং, ট্রেকিং, ওয়াটার স্পোর্টস সহ আরও অনেক ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও পাহাড়ের খাবার কীভাবে তৈরি করা হয় সেসব শিখতে পারবেন পর্যটকরা। বিভিন্ন জনজাতির মানুষদের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারবেন। পাশাপাশি স্থানীয়দের তৈরি হস্তশিল্পের স্টল সহ আরও অনেক কিছু থাকছে এই তিনদিনের উৎসবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: সিটং ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, ফেব্রুয়ারির ৩ দিন হোমস্টে বুকিংয়ে থাকছে মেগা ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল