ফেস্টিভ্যাল নিয়ে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক বললেন, ‘এবার উৎসবের দ্বিতীয় বর্ষ। অরুণাচলপ্রদেশ, অসম, নেপাল, ভুটানের গ্রামীণ স্টেকহোল্ডারদের আমরা ট্রেনিং দিচ্ছি, তাঁরা এখানে এসে দেখে শিখে যাচ্ছে সমস্ত কিছু। এই সাফল্যগুলো উদযাপন করার জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন।’
আরও পড়ুন: দেশি বিদেশি হাঁস প্রতিপালন করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছে যুবক
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, ফেস্টিভ্যালের এই কয়েকটা দিন সিটংয়ের হোমস্টেগুলিতে থাকবে বিশেষ ছাড়। সেই সঙ্গে প্রকৃতির মাঝে উৎসবের মূলকেন্দ্রে সকলের জন্য থাকবে আহারের ব্যবস্থা। উদ্যোক্তারা আশা করছেন, উৎসবের ক’টা দিন পর্যটকরা আবার সিটংমুখী হবেন। গ্রামীণ পর্যটনের কেন্দ্র হল দার্জিলিং জেলার লাটপাঞ্চার এবং সিটং। সেখানেই তিনদিনের উৎসবে মেতে উঠবেন পর্যটক, স্থানীয় নানা জনজাতি, পর্যটন ব্যবসায়ী এবং পর্যটনপ্রেমীরা।
উদ্যোক্তারা জানালেন, পর্যটকদের কথা মাথায় রেখে রক ক্লাইম্বিং, ব্যাপলিং, বার্ড ওয়াচিং, ক্যম্পিং, ট্রেকিং, ওয়াটার স্পোর্টস সহ আরও অনেক ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও পাহাড়ের খাবার কীভাবে তৈরি করা হয় সেসব শিখতে পারবেন পর্যটকরা। বিভিন্ন জনজাতির মানুষদের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারবেন। পাশাপাশি স্থানীয়দের তৈরি হস্তশিল্পের স্টল সহ আরও অনেক কিছু থাকছে এই তিনদিনের উৎসবে।
অনির্বাণ রায়





