TRENDING:

Dahlia: শীতের সৌন্দর্য ডালিয়া...! পরিচর্যার 'নিয়ম' জানলেই ভরে উঠবে আপনার 'ছাদ বাগান'

Last Updated:

Siliguri News: শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ডালিয়া। বাণিজ্যিক ভাবে তো বটেই বাড়ির বাগানে বা ছাদের টবেও শখ করে ডালিয়া লাগান অনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ডালিয়া। এটি বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায়। আবার বাড়ির বাগানে বা ছাদে টবে শখ করে ডালিয়া লাগান অনেকে। মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ডালিয়া ফোটে।
advertisement

মূলত কাটিং-এর মাধ্যমে ডালিয়া বংশবিস্তার করে এবং কচি চারা তৈরি হয়। কাটিং লাগানোর ১৫ দিনের মধ্যে তাতে ৩-৪টি পাখির নখের মতো শিকড় গজায়। এই শিকড়যুক্ত কাটিংকে ৭ সেমি ব্যাসার্ধের টবে প্রথমে লাগাতে হবে। তারপর সাত দিন ধরে রোদে রেখে বাইরে লাগানোর উপযুক্ত করে তুলতে হবে। এভাবে চাইলে ডালিয়ার চারা নিজেই তৈরি করে নিতে পারবেন।

advertisement

আরও পড়ুন: টলোমলো পায়ে মাতাল হয়ে মণ্ডপে হাজির বর, ১০ মিনিটে ‘সব’ শেষ…! এ কী করলেন কনের মা…!

টবে ডালিয়া ফোটাতে চাইলে ৯ ইঞ্চি বা ২৪ সেমি ব্যাসার্ধের টবে চারা স্থানান্তর করতে হবে। রোদ পায়, এমন জায়গায় টব রাখতে হবে। কচি চারা লাগানোর এক মাস আগে টবের মাটি তৈরি করে ফেলতে হবে। কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, \”দোঁয়াশ মাটি, গোবর সার, পাতা পচা সার ২:২:১ অনুপাতে ভাল ভাবে মিশিয়ে তার সঙ্গে হাড়ের গুঁড়ো দু’মুঠো, ৬ চা চামচ সুপার ফসফেট ও ৩ চা চামচ সালফেট অফ পটাশ মেশাতে হবে। কুড়ি দিন পরে এই মিশ্রণে ২ চা চামচ কলিচুন মেশাতে হবে। এই ভাবে মাটি তৈরি করার পর চারা লাগাতে হবে।”

advertisement

View More

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘ঠান্ডা’ ফল কোনটি…? নাম শুনলেই ‘অবাক’ হয়ে যাবেন, শিওর!

১৫ দিন পরে টবের গা ঘেষে সর্ষের খোল ও স্টেরামিল প্রয়োগ করতে হবে। কুঁড়ি একটু বড় হলে ৩-৪ দিন পরপর তরল জৈব সার দিতে হবে। তরল সার খালি কাঁচা গোবর দিয়ে বানানো যায় আবার কাঁচা গোবর, সর্ষে খোল একসঙ্গে পচিয়েও করা যায়। আবার ফিসমিল, ব্লাডমিল, গুয়ানো ও মুরগির সার মিশিয়ে ও তরল জৈব সার বানানো যায়।

advertisement

আরও পড়ুন: ‘বয়স’ অনুযায়ী ‘কোলেস্টেরল’ লেভেল কত হওয়া উচিত…? নারী-পুরুষ-শিশু ভেদে HDL /LDL ‘কত’ হলে পারফেক্ট? মিলিয়ে দেখুন সম্পূর্ণ চার্ট

টবে প্রতিটি গাছে এক থেকে তিনটি ফুল পাওয়া সম্ভব। টবের গাছে কুঁড়ি এলে মাঝের বড় কুঁড়িটি রেখে ছোট কুঁড়ি বা ডাল ভেঙে দিতে হবে। ৩টি ফুল নিতে চাইলে একেবারে নীচের দিকে কচি একজোড়া ডাল রেখে দিতে হবে। এবার বাড়ির ছাদে টবের মধ্যেই সোন্দর ডালিয়া ফুল ফোটাতে পারবেন আপনিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dahlia: শীতের সৌন্দর্য ডালিয়া...! পরিচর্যার 'নিয়ম' জানলেই ভরে উঠবে আপনার 'ছাদ বাগান'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল