গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত বানারহাট থানার উদ্যোগে আম্বাদীপা এলাকায় বিশেষ নাকা চেকিং হয়। অভিযানে আটক করা হয় দুইটি ট্রাক।
তল্লাশিতে AS 25 EC 7404 নম্বরের ট্রাক থেকে উদ্ধার হয় ৬৫ বস্তা পোস্তদানা ও ৪২ বস্তা চা। অন্যদিকে RJ 11 GD 3460 নম্বরের ট্রাক থেকে উদ্ধার হয় ১০৫ বস্তা পোস্তদানা। প্রতিটি বস্তার ওজন আনুমানিক ৫০ কেজি। উদ্ধার হওয়া সামগ্রীর মোট বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণ মালামালের দাবিদার এখনও সামনে আসেননি।
advertisement
জেলা পুলিশ সূত্রে খবর, চক্রটি কোথা থেকে পরিচালিত হচ্ছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবালে জানিয়েছেন, জেলায় নিয়মিত নাকা চেকিং চলছে। আমাদের লক্ষ্য জেলার নিরাপত্তা ও অবৈধ পাচার রুখে দেওয়া। নজরদারি আরও বাড়ানো হয়েছে।