TRENDING:

Crime News: ফের শুট আউট! গুলিতে মৃত তৃণমূল নেতা! 'এলাকা দখলের' লড়াই ঘিরে চরম উত্তাপ মালদহে

Last Updated:

Crime News: মালদহে ফের শুট আউট। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত এক। জখম তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ, তার ভাই প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারুদ্দিন শেখ ওরফে রাজু। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে ফের শুট আউট। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত এক। জখম তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ, তার ভাই প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারুদ্দিন শেখ ওরফে রাজু। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলি। এলাকায় কালিয়াচক থানার আইসি, এসডিপিও কালিয়াচক এবং মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী। মৃত তৃণমূল কর্মী হাসু শেখ। বাড়ি শুকদেবপুর এলাকায়।
মালদহে ফের শুট আউট!
মালদহে ফের শুট আউট!
advertisement

আরও পড়ুনঃ মাত্র ১ মাসেই ৪০ কোমর ৩২! পনির খান এইভাবে আর মেদ-কে বলুন টাটা! ওজন কমবেই, গ্যারান্টি

২০১৬ সাল থেকে এলাকা দখলের লড়াই জাকির শেখ এবং বকুল শেখের। দুই “ডনের” এলাকা দখলের লড়াই এর আগেও একাধিকবার বোমা, গুলি, সংঘর্ষের ঘটনা হয়েছে। জাকির এক সময় ছিল কংগ্রেসে। গত লোকসভা ভোটের পর জাকিরও যোগ দেয় তৃণমূলে। দুই নেতা শাসক দলে যোগ দেওয়ার পর ফের শুরু হয় নতুন করে এলাকায় প্রভাব বিস্তারের লড়াই।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় সড়কে দুর্ঘটনা! নয়ানজুলিতে পড়ল লরি! দাউদাউ করে জ্বলছে আগুন

আজ এলাকায় একটি নর্দমার কাজের সূচনা করতে আসেন বকুল শেখ। ওই কাজ সেরে ফেরার পথে হামলা চালায় জাকির শেখের দলবল। প্রথমে বচসা এরপর গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসু শেখের। আহত বকুল শেখ ও ভাইয়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কালিয়াচকের গুলি চালানোর ঘটনা ঘটেছে বিস্ফোরক দাবি স্থানীয় এম এল এ আব্দুল গনির। আব্দুল গনি, বিধায়ক, সুজাপুর জানিয়েছেন, ‘ওখানে একটা অন্তঃদ্বন্দ্ব চলছে। এর পাশাপাশি ওখানে পঞ্চায়েত সমিতির নেতা মারা গিয়েছেন। বকুল অঞ্চলের নেতা। খুব ইনফ্লুয়েন্স। জাকিরের সাথে ওনার সমস্যা ছিল। আসল মাথা সেরিউল শেখ। ক্রাইম মালদায় ছিল না। সেই ক্রাইম বেড়ে যাচ্ছে। কেন এসপিকে বদলানো হচ্ছে না? ব্লক সভাপতি আমার কথা শোনে না। গত লোকসভা থেকে শোনে না। আমি সুব্রত বক্সীকেও জানিয়েছিলাম। কে কত বেশি রসদ সংগ্রহ করে? এসপির ভূমিকা আমার পছন্দ নয়। আমার এসপির অপরাধী দমনের ভূমিকা খুব কম। পুলিশ অনেক কিছু জানে? পুলিশ কি অ্যকশন নেয়? অনেক সময় এফ আই আর নিতে চায় না।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: ফের শুট আউট! গুলিতে মৃত তৃণমূল নেতা! 'এলাকা দখলের' লড়াই ঘিরে চরম উত্তাপ মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল