Fire Accident: জাতীয় সড়কে দুর্ঘটনা! নয়ানজুলিতে পড়ল লরি! দাউদাউ করে জ্বলছে আগুন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Fire Accident: ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দু'টি লরির সংঘর্ষের ঘটনা ঘটল। আর সংঘর্ষের জেরে একটি লরি পাশের নয়নজুলিতে পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু' টি ইঞ্জিন।
মুর্শিদাবাদ: ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দু’টি লরির সংঘর্ষের ঘটনা ঘটল। আর সংঘর্ষের জেরে একটি লরি পাশের নয়নজুলিতে পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’ টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কাশিনগর এলাকায়।
আরও পড়ুনঃ মাত্র ১ মাসেই ৪০ কোমর ৩২! পনির খান এইভাবে আর মেদ-কে বলুন টাটা! ওজন কমবেই, গ্যারান্টি
জানা গিয়েছে, জঙ্গিপুর দিক থেকে মালদা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কেমিক্যাল ভর্তি লরি দাঁড়িয়ে ছিল। তখনই একটি পিছন থেকে ধাক্কা মারে পণ্যবাহী একটি লরির। ঘটনার জেরে ধাক্কা লেগে পাশের নয়নজুলিতে পড়তেই লরিতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘটনায় দগ্ধ হয়েছেন একজন লরির চালক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ভোর রাতে দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। লরিচালককে উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে দু’টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
advertisement
আরও পড়ুনঃ ১৫ দিনেই কোলেস্টেরলের মুখে ছাই! এক পানীয়তেই গলে গলে পড়বে চিপচিপে পদার্থ! হার্ট অ্যাটাকের চান্স জিরো
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একটি গুরুত্বপূর্ণ রাস্তা ১২নং জাতীয় সড়ক। তবে ভোর রাতে হঠাৎই দুর্ঘটনার কবলে গাড়ি পড়ে আগুন ধরে যেতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও দমকলের দুটি ইঞ্জিন অতিদ্রুততার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident: জাতীয় সড়কে দুর্ঘটনা! নয়ানজুলিতে পড়ল লরি! দাউদাউ করে জ্বলছে আগুন









