বন্যার প্রথম দিন থেকেই এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন সিপিআইএম দলের কর্মী ও নেতারা। টুন্ডু এলাকায় সিপিআই(এম)-এর উদ্যোগে এবার বসানো হল পানীয় জলের নলকূপ। ফলে বহু পরিবারের মুখে ফিরল হাসি।
advertisement
এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে উপস্থিত হন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সরদার। তিনি আমগুড়ি, টুন্ডু, বামনডাঙ্গা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের অবস্থা। পরবর্তীতে সিপিআই(এম)-এর পক্ষ থেকে চালু হয়েছে ‘আমাদের রান্নাঘর’ ও ‘হামারি রসোই’ উদ্যোগ। প্রতিদিন শতাধিক মানুষ সেখানে পাচ্ছেন রান্না করা খাবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ‘নিজেরাই উদ্যোগ নিয়েছি জল সমস্যার স্থায়ী সমাধানে। জলের বোতল নয় স্থায়ীভাবে নলকূপ বসানো হয়েছে যাতে মানুষের সুবিধা হয়’। অন্যদিকে, জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে শনিবার চিকিৎসা ও ত্রাণ শিবিরের আয়োজন করা হয় রামসাই, কুল্লাপাড়া ও হেগলাপাতা অঞ্চলে। সেখানে চিকিৎসা পরিষেবা দেন ৫ জন চিকিৎসক ও ২২ জন স্বেচ্ছাসেবক। ভোটের খাতায় যারা শূন্য আজ তারাই মানুষের পাশে এসে দাঁড়িয়ে হাঁকিয়েছে সেঞ্চুরি।





