সিপিআই(এম) পঞ্চায়েত সদস্যর দাবি, আগে পিছে কেউ নেই তাঁদের সঙ্গে। সাপোর্ট করবে যে বামফ্রন্টের জেলা থেকে ব্লক পর্যন্ত কোনও বড় নেতা নেই। এমনই গুরুতর অভিযোগ তুলে হতাশ হয়ে তার অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বামফ্রন্টের জয়ী প্রার্থী ফাগু ওরাও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই গ্রামের উন্নয়নের স্বার্থে তাঁর এই যোগদান।
advertisement
আরও পড়ুন: কত মানুষ যান ছুটি কাটাতে, সেই মৌসুনী দ্বীপের কী ভয়াবহ অবস্থা! প্রবল চিন্তায় প্রশাসনও
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের সিপিআই (এম) জয়ী প্রার্থীকে তৃণমূলে যোগদান করিয়ে বোর্ড গঠনে আশার আলো দেখছেন তৃণমূল নেতৃত্ব। বাকি দুজন দ্রুত যোগদান করবে বলেই দাবি করেন বানারহাটের তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরুং। শাসক নেতার দাবি অনুযায়ী, এক কথায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার কে এই বোর্ড গঠন করে।
আরও পড়ুন: এই ছিল-এই নেই, গারুলিয়ায় মাঝরাতে ‘গায়েব’ ১৫ খানা বাড়ি! আতঙ্কে কাঁপছে এলাকাবাসী
শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭ । এবারে ত্রিশঙ্কু ফলাফল বিজেপি – ৬, তৃণমূল – ৬ কংগ্রেস – ২, সিপিআই(এম)- ১ অন্যান্য – ২ । সিপিআই(এম) পঞ্চায়েত যোগদান করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেড়ে হল ৭ জন। ম্যাজিক ফিগার ৯। দ্রুত আরও দুজনকে যোগদান করিয়ে বোর্ড গঠন করবে তৃণমূল, এমনটাই দাবি করেন তৃণমূল নেতা সাগর গুরুং।