TRENDING:

Hill Tourism | Covid 19: করোনার বাড়বাড়ন্তে পাহাড়ে বুকিং বাতিলের হিড়িক, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা! মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

Last Updated:

দু বছর পর সবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা চলছিল, সেইসময়ে কোভিডের তৃতীয় ঢেউয়ে চরম অনিশ্চয়তা! (Hill Tourism | Covid 19)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। তার আগেই গত ৩ জানুয়ারি থেকে কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধ শুরু হয়েছে রাজ্যজুড়ে। যার আওতায় পড়েছে উত্তরের ডুয়ার্স ও পাহাড়ের পর্যটনও (Hill Tourism | Covid 19)। মাথায় হাত উঠেছে পর্যটন ব্যবসায়ীদের। গত ২ বছর কোভিডের বড় প্রভাব পড়েছিল পর্যটন শিল্পে। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখ কয়েক মানুষের (Hill Tourism | Covid 19)। সবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় ছিল পর্যটনের সঙ্গে জড়িত লোকেরা।
Hill Tourism | Covid 19
Hill Tourism | Covid 19
advertisement

গত গরমের ছুটির পর পুজোর মরসুম এবং বড়দিনের ছুটিতে ভিড় উপচে পড়েছিল পাহাড় থেকে ডুয়ার্সে। কার্যত রুম পাওয়াই ছিল মুশকিল। সেখানে তৃতীয় ঢেউয়ে কাবু হয়ে পড়েছে এই শিল্প (Hill Tourism | Covid 19)। ফের বন্ধ পর্যটনকেন্দ্র। তবে খোলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মিরিক। বেড়াতে এলেও ঘরবন্দী থাকতে হচ্ছে পর্যটকদের। কারণ, বন্ধ টাইগার হিল, বাতাসিয়া লুপ, চিড়িয়াখানা, মিরিক লেকে বোটিং, রোপওয়েও। আর তাই বেড়াতে এসে মন খারাপ পর্যটকদের। তার জেরেই একের পর এক আগাম বুকিং বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। এতেই দুশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। বুকিং বাতিল হলে যে পেটের খিদে বাড়বে। মেটাবে কে? প্রশ্ন তাঁদের।

advertisement

আরও পড়ুন: বরফে সাদা শ্রীনগর, তুষারশুভ্র ঘরবাড়ি-রাস্তাঘাট! দেখুন

অন্যদিকে,  ৫০ শতাংশ পর্যটক দিয়ে খোলা হোক পর্যটনকেন্দ্র। তাহলে অন্তত কিছু সংখ্যক লোক বেড়াতে আসবেন। এবারে আবহাওয়াও বেশ মনোরম। ঘোরার পক্ষে যা আদর্শ। পর্যটন ব্যবসায়ী সংগঠন এতোয়ার সভাপতি দেবাশিস মৈত্রের প্রশ্ন,  ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে যদি রেস্তোরাঁ, পানশালা, শপিং মল খোলা থাকে,  তাহলে পর্যটনকেন্দ্র নয় কেন? এই দাবি জানিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠালো পর্যটন ব্যবসায়ীদের সংগঠন EHTTOA (এতোয়া)।

advertisement

আরও পড়ুন: সর্দি-কাশি-জ্বরে ভুগছেন? কী ভাবে বুঝবেন ওমিক্রন না সাধারণ ঠান্ডা লেগেছে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শুক্রবার দার্জিলিংয়ে জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের এক প্রতিনিধি দল। পরে দার্জিলিংয়ের ম্যালেও প্ল্যাকার্ড হাতে দাবির পক্ষে সওয়াল করা হয়। একইভাবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলাশাসকের হাতেও স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hill Tourism | Covid 19: করোনার বাড়বাড়ন্তে পাহাড়ে বুকিং বাতিলের হিড়িক, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা! মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল