আরও পড়ুন: বাড়ছে জ্বালানীর খরচ, বাড়েনি ভাড়া, অনশনের হুঁশিয়ারি উত্তরবঙ্গের বেসরকারি বাস মালিকদের
এছাড়াও মেডিক্যাল কলেজের এমআরআই বিভাগের সংস্কারের কাজও দ্রুত গতিতে চলছে। কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে ৷ মেডিক্যাল কলেজের সুপার রাজীব প্রসাদ জানিয়েছেন বেড সংখ্যা বাড়ানোর জন্য সিসিইউ বিভাগ আরও বড় করার কাজ চলছে। এই বাবদ খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। পুরোপুরি জীবাণু মুক্ত পরিবেশ সিসিইউতে বজায় রাখার চেষ্টায় কাজ চলছে৷
advertisement
আরও পড়ুন: ফুটপাত নাগরিকদের ফিরিয়ে দিতে আসরে ধূপগুড়ি থানার পুলিশ, তারপর...
জানা গিয়েছে, সিসিইউ বিভাগে বেড সংখ্যা বাড়লে বিভিন্ন বিভাগে কাজের জন্য চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানের সংখ্যাও বাড়ানো হবে। এতে কোনও রোগী সিসিইউ বিভাগে ভর্তি হলে আগের তুলনায় বেশি পরিসেবা পাবেন। পাশাপাশি, সিসিইউ বিভাগের কয়েকটি রুমের মাঝের দেওয়াল ভেঙ্গে রুমগুলিকে আরও বড় করার ভাবনা রয়েছে। এতদিন পর্যন্ত এই বিভাগে কোনও আপদকালীন জরুরি সিড়ি না থাকলেও এবারে চিকিৎসকদের ঘরের বারান্দার কাছে তা তৈরি হবে। রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, '' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেডিক্যাল কলেজে উন্নয়নের কাজ চলছে। সিসিইউ বিভাগের কাজ দ্রুত শেষ হবে। আগের তুলনায় আরও ভাল পরিসেবা পাবে রোগীরা।''
Prabir Kundu