Jalpaiguri News: ফুটপাত নাগরিকদের ফিরিয়ে দিতে আসরে ধূপগুড়ি থানার পুলিশ, তারপর...
- Published by:Debalina Datta
Last Updated:
অবশেষে ধূপগুড়ি শহরের ফুটপাত এবং সার্ভিস রোড দখলমুক্ত করতে আসরে নামলো ধূপগুড়ি থানার পুলিশ
#জলপাইগুড়ি: কিছুদিন আগেই বেপরোয়া গাড়ির ধাক্কায় পরপর বেশ কয়েকজনের মৃত্যু হয় এমনকি গাড়ির ধাক্কায় আহত হন বেশ কয়েকজন। ক্ষুব্ধ হয়ে ওঠে শহরবাসী বেহাল ট্রাফিক ব্যবস্থা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল, পথ অবরোধ থেকে শুরু করে স্মারকলিপি প্রদান পর্যন্ত করেন মহাকুমার নাগরিক মঞ্চের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে ধূপগুড়িতে ছুটে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ ) ওয়াংডেন ভুটিয়া ডি এস পি ক্রাইম বিক্রমজিত লামা। মহকুমার নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।
এর পরেই পুলিশের তরফে এবং ধূপগুড়ি পৌরসভা তরফে বেহাল ট্রাফিক ব্যবস্থা ভালো করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সোমবার সকাল থেকেই সেই সিদ্ধান্ত মত পুলিশ শহরে ফুটপাত দ্রুত দখল মুক্ত করার অভিযানে নামে। ফুটপাতের উপরে রাখা বিভিন্ন সরঞ্জাম তুলে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানার পুলিশের তরফে।এমনকি বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে নো পার্কিং জনের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল, সেগুলির টায়ারের হাওয়া বার দেওয়া হয়। কড়া নির্দেশ দেওয়া হয় যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয় এবং ফুটপাতের ওপরে যে সমস্ত দোকানের শেড রয়েছে সেগুলো খুলে ফেলা না হয়, তাহলে পুলিশ নিজে থেকেই সেগুলিকে ভেঙে দেবে।
advertisement

advertisement
এদিন সকাল থেকে রাস্তায় অভিযানে নামে ধুপগুড়ি থানার পুলিশ অফিধিকারিক বিনয় যাদব, দেবাশীষ সাহা, নারায়ন রায়। ফুটপাত দখলমুক্ত করে যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয়, তাহলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ এবং পৌরসভা তরফে।
advertisement
আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, পৌরসভার তরফের ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি মহাকুমার নাগরিকদের সদস্যদের নিয়ে প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে গিয়ে তাঁদেরকে আবেদন জানানো হয়েছে। সোমবার সকাল থেকেই পুলিশ অভিযানে নেমেছে শহরে। ব্যাবসায়ীদের বলা হয়েছে যাতে ফুটপাত খালি করে দেওয়া হয়। এদিকে পুরসভার তরফের ইতিমধ্যে মাইকিং করা শুরু হয়েছে শহরে। ফুটপাত এবং সার্ভিস রোড খালি করার জন্য। যদি দ্রুত সমস্ত সরঞ্জাম সরিয়া ফেলা না হয় তাহলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে। সেই সাথে সার্ভিস রোড দ্রুত খালি করার কথা বলা হয়েছে।
advertisement
SEKH ROCKY CHWDHURY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 8:32 PM IST