দুপুর হোক অথবা সন্ধে, আড্ডার সঙ্গে ফাস্ট ফুডে একটু মজে যাওয়া যেন শহরজুড়ে এক অলিখিত উৎসব। অফিস ফেরত হোক বা পড়াশোনার ক্লান্তি, আড্ডা জমাতে এমন স্পট খোঁজেন সকলেই। আর সেই আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটার কলেজ পাড়া।
advertisement
দিনহাটার এই প্রাণকেন্দ্রে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে একটি ছোট দোকান।যেখানে মেলে গরম গরম মশলা পুরি আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা ঘোল কিংবা দারুণ স্বাদের লস্যি। আট থেকে আশি, সন্ধ্যা নামলেই সেখানে শুরু হয় জমজমাট ভিড়। যেন কেউ হাতখালি ফিরতে চান না এই স্বাদের জগত থেকে। দোকানটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও, যেখানে ছবি আর ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের মুখে আনন্দের ছাপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ব্যাপারে দোকানের মালিক শুভ দাস বলেন, “আমি যখন দোকানটা খুলেছিলাম, তখনই ভাবছিলাম মশলা পুরি খাওয়ার পর মানুষজন একটু ঠান্ডা কিছু খেতে চাইবেন। সেই ভাবনা থেকেই লস্যি রাখার পরিকল্পনা। এরপর ধীরে ধীরে মকটেলও চালু করি।” শুধু খাবার নয়, দোকানের সাজসজ্জাও বেশ ঝকঝকে ও ক্যাজুয়াল। যার ফলে কলেজপাড়ার যুবসমাজের ভিড় যেমন বেড়েছে, তেমনই আশেপাশের বাসিন্দারাও সন্ধ্যার সময় এই জায়গাটিকে একপ্রকার ‘ব্রেক’ বা ছোট্ট স্বস্তির গন্তব্য হিসেবে গ্রহণ করছেন।
Annanya Dey