TRENDING:

Cooch Behar News: লোকাল ১৮ বাংলার খবরের জের! বড় পদক্ষেপ ট্রাফিক পুলিশের! প্রাণ বাঁচবে পথচারীদের

Last Updated:

খবরের পরেই তৎপর হয়ে ওঠে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের নিউ কোচবিহার রেল স্টেশন মূল সদর শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। আর এই স্টেশনে যেতে হলে যেই রাস্তা ব্যবহার করতে হয় সকলকে, সেই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যেত। দ্রুত গতিতে ফ্লাইওভার দিয়ে যানবাহন আসার ফলে মুহূর্তে একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হত। তবে Local 18 বাংলা সংবাদমাধ্যমের করা খবরের পরেই রীতিমত তৎপর হয়ে ওঠে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। দ্রুত পদক্ষেপ নিয়ে এই ফ্লাইওভারের মুখে বসানো হয়েছে রোড হাই গার্ড রেল।
advertisement

এলাকার এক স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় জানান, “একটা সময় ছিল যখন প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটতে দেখা যেত এই রাস্তায়। নিত্যদিন দুর্ঘটনা দেখতে দেখতে অধৈর্য হয়ে উঠেছিল এলাকার মানুষেরা। তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমের করা খবরের ফলে এখানে রোড হাই গার্ড রেল বসানো হল।” এই রাস্তার নিত্যদিন অটো চালানো এক অটো চালাক শুভ বণিক জানান, “এই রোড হাই গার্ড রেল লাগানোর কারণে এই এলাকায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে। এছাড়া চলাচল করা যানবাহনগুলির গতিও কিছুটা নিয়ন্ত্রিত হবে। তাই Local 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাই।”

advertisement

আরও পড়ুন: কোচবিহারের প্রাচীন মদনমোহন মন্দিরে বসল বিশেষ জিনিস! ভক্তদের অঢেল সুবিধে

এই গোটা বিষয় নিয়ে পুন্ডিবাড়ি থানার ট্রাফিক ওসি দধিরাম বর্মন জানান, “কিছুদিন আগে Local 18 বাংলা সংবাদমাধ্যমের করা খবরের ফলে এই বিষয়টি নজরে আসে তাঁর। তাই দ্রুত তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর তাঁদের মতামত অনুযায়ী রোড হাই গার্ড রেল বসানো হয় এই রাস্তায়। এই রোড হাই গার্ড রেল ফলে এই রাস্তায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে। এছাড়া একটা সময় যেভাবে দ্রুত গতিতে যানবাহন চলাচল করত। সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রিত হবে।” এছাড়াও Local 18 বাংলাকে ভবিষ্যতে এই ধরনের আরও খবর করার জন্য তিনি আবেদন জানান।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রাস্তায় দ্রুতগতিতে যান চলাচল এবং ট্রাফিক আইন না মানা। এই কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। তবে সংবাদ মাধ্যমের করা খবরের পর যেভাবে তৎপরতার সঙ্গে ট্রাফিক পুলিশকে পদক্ষেপ নিতে দেখা গেল। এই কারণে ট্রাফিক পুলিশের প্রশংসাতে পঞ্চমুখ হচ্ছেন বহু মানুষ। আগামীদিনেও ট্রাফিক পুলিশের এই ধরনের পদক্ষেপ বজায় থাক এমনটাই প্রত্যাশা সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: লোকাল ১৮ বাংলার খবরের জের! বড় পদক্ষেপ ট্রাফিক পুলিশের! প্রাণ বাঁচবে পথচারীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল