এলাকার এক স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় জানান, “একটা সময় ছিল যখন প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটতে দেখা যেত এই রাস্তায়। নিত্যদিন দুর্ঘটনা দেখতে দেখতে অধৈর্য হয়ে উঠেছিল এলাকার মানুষেরা। তবে কিছুদিন আগে সংবাদ মাধ্যমের করা খবরের ফলে এখানে রোড হাই গার্ড রেল বসানো হল।” এই রাস্তার নিত্যদিন অটো চালানো এক অটো চালাক শুভ বণিক জানান, “এই রোড হাই গার্ড রেল লাগানোর কারণে এই এলাকায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে। এছাড়া চলাচল করা যানবাহনগুলির গতিও কিছুটা নিয়ন্ত্রিত হবে। তাই Local 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাই।”
advertisement
আরও পড়ুন: কোচবিহারের প্রাচীন মদনমোহন মন্দিরে বসল বিশেষ জিনিস! ভক্তদের অঢেল সুবিধে
এই গোটা বিষয় নিয়ে পুন্ডিবাড়ি থানার ট্রাফিক ওসি দধিরাম বর্মন জানান, “কিছুদিন আগে Local 18 বাংলা সংবাদমাধ্যমের করা খবরের ফলে এই বিষয়টি নজরে আসে তাঁর। তাই দ্রুত তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর তাঁদের মতামত অনুযায়ী রোড হাই গার্ড রেল বসানো হয় এই রাস্তায়। এই রোড হাই গার্ড রেল ফলে এই রাস্তায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে। এছাড়া একটা সময় যেভাবে দ্রুত গতিতে যানবাহন চলাচল করত। সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রিত হবে।” এছাড়াও Local 18 বাংলাকে ভবিষ্যতে এই ধরনের আরও খবর করার জন্য তিনি আবেদন জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাস্তায় দ্রুতগতিতে যান চলাচল এবং ট্রাফিক আইন না মানা। এই কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। তবে সংবাদ মাধ্যমের করা খবরের পর যেভাবে তৎপরতার সঙ্গে ট্রাফিক পুলিশকে পদক্ষেপ নিতে দেখা গেল। এই কারণে ট্রাফিক পুলিশের প্রশংসাতে পঞ্চমুখ হচ্ছেন বহু মানুষ। আগামীদিনেও ট্রাফিক পুলিশের এই ধরনের পদক্ষেপ বজায় থাক এমনটাই প্রত্যাশা সকলের।
Sarthak Pandit





