রাজবাড়িতে ঘুরতে আসা ভুটানের এক পর্যটক দীপা তামাং জানান, “রাজবাড়ির সৌন্দর্য সত্যি মুগ্ধ করবে যে কোনও মানুষকে। এমনিতে কোচবিহার রাজবাড়ির বাইরের দৃশ্য দারুণ সুন্দর। তবে রাজবাড়ির ভিতরে রয়েছে রাজ আমলের জিনিস সংগ্রহ করে তৈরি করা একটি সংগ্রহশালা। যা ছোট থেকে বড় সকলের মন মুহুর্তেই আকর্ষণ করতে পারে। তবে দীর্ঘ সময়ের পুরোনো হওয়ার কারণে কিছু জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে। তবে রাজবাড়ি একই রকম রয়ে গিয়েছে দীর্ঘ সময় ধরে। জেলার রাজ আমলের বিভিন্ন ইতিহাস এই রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।”
advertisement
রাজবাড়িতে বেড়াতে আসা ভূটানের আর এক পর্যটক সুরজ প্রধান জানান, “জেলা কোচবিহারের রাজ আমলের বিভিন্ন ইতিহাস মন আকর্ষণ করে পর্যটকদের। সেই ইতিহাসের কিছুটা অংশ নিজে চোখে দেখতে এখানে অবশ্যই আসা উচিত। রাজবাড়ির সংগ্রহশালায় কোচ রাজাদের ব্যবহার করা জিনিস থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন মূর্তি সাজিয়ে রাখা রয়েছে।” জেলার এক পর্যটক গোবিন্দ ঘোষ বলেন, “রাজ আমলের এই ঐতিহ্য সত্যিই অবাক করে বহু মানুষকে। বাইরের পর্যটকদের পাশাপশি জেলার মানুষেরাও এই ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে ভিড় জমান বিভিন্ন সময়। কোচ রাজাদের তৈরি এই নিদর্শন বহু ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে থাকে অনেকটাই।”
আরও পড়ুন : অতীতে আঁধারে আলো হ্যারিকেন হারিয়ে গিয়েছে বিস্মৃতির অতলে, ঘিরে ধরে নস্টালজিয়ার ছায়া
কোচবিহারের রাজবাড়ি সৌন্দর্য ও ইতিহাস ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে এটুকু নিশ্চিত। তাই শীতের আমেজে কোচবিহারের এই রাজবাড়ি ঘুরতে আসতেই পারেন। বর্তমানে এই রাজবাড়ির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মাত্র ২০ টাকা জনপ্রতি টিকিট মূল্যের সারাদিন এই রাজ আমলের রাজবাড়িতে কাটাতে পারবেন। ঘুরে ঘুরে দেখতে পারবেন একের পর এক ইতিহাসের নিদর্শন।