Hurricane Lamp Nostalgia: অতীতে আঁধারে আলো হ্যারিকেন হারিয়ে গিয়েছে বিস্মৃতির অতলে, ঘিরে ধরে নস্টালজিয়ার ছায়া

Last Updated:

Hurricane Lamp Nostalgia: পুরানো ঐতিহ্য হ্যারিকেন বা লন্ঠন আজ বিলুপ্তির পথে। একসময় অন্ধকারের সঙ্গী ছিল এই হ্যারিকেন।

+
হ্যারিকেন 

হ্যারিকেন 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: পুরনো ঐতিহ্য হ্যারিকেন বা লন্ঠন আজ বিলুপ্তির পথে। একসময় অন্ধকারের সঙ্গী ছিল এই হ্যারিকেন। তবে আজ সেই জিনিস আর দেখা যায়না। আজ থেকে বছর কুড়ি আগেও বিভিন্ন গ্রাম, এমনকি শহরেও হ্যারিকেনের চল ছিল। বিদ্যুৎ ব্যবস্থা সেসময় এখনকার মত এত উন্নত ছিল না। তাই বিদ্যুৎ চলে গেলেই সবসময়ের সঙ্গী হত হ্যারিকেন। আর সে সময় তো গ্রামেগঞ্জে হ্যারিকেন ছিল নিত্যপ্রয়োজনীয় জিনিস। হ্যারিকেন ছাড়া তখন একটা রাত কাটানো ছিল অসম্ভব ব্যাপার।
এই বিষয়ে শম্ভুনাথ দত্ত নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, “আমরাও হ্যারিকেন নিয়ে পড়তে যেতাম। হ্যারিকেন কেরোসিন তেল এবং সলতে ব্যবহার করে জ্বালানো হত। হ্যারিকেনের কাচ হত গোল আবার লম্বা। প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে আর ব্যবহার হয়না। এখন সব বাড়িতেই বিদ্যুতের আলো।”
বেশ কয়েকবছর আগে হ্যারিকেনের আলোতেই পড়াশোনা করতে হত সকলকে। সে সময় দৈনিক জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত হ্যারিকেন। ঘন অন্ধকারের মাঝে আলো দিত এই হ্যারিকেন। তখন এই টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক আলোর কোনও প্রভাব ছিল না। বর্তমান প্রজন্ম জানেই না যে হ্যারিকেন কী জিনিস। এখন তারা বৈদ্যুতিক আলোয় পড়াশোনা করে। বিদ্যুৎ চলে গেলেও থাকে নিত্যনতুন টেবিল ল্যাম্পের ব্যবস্থা। কিন্তু সে সময় হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে বহু মানুষ বড় বড় জায়গায় পৌঁছে গিয়েছেন। হ্যারিকেনের সত্যিই এক আলাদা ঐতিহ্য ছিল। এই হ্যারিকেন প্রসঙ্গে দিব্যেন্দু দত্ত নামের এক সপ্তম শ্রেণীর ছাত্র জানিয়েছে, “হ্যারিকেন কী জিনিস আমি সেটাই জানি না। বিদ্যু‍তের সংযোগ চলে গেলে এখন টেবিল ল্যাম্প নিয়ে পড়াশোনা করি।”
advertisement
advertisement
আরও পড়ুন : ফল হলেও শিঙাড়া! হজমের সমস্যা থেকে রেহাই পেতে কামড় দিন এই তিনকোনা ফলে
বাড়িতে এখনও খুঁজে দেখলে হয়তো হ্যারিকেনের দেখা পাওয়া যাবে। ঘরের কোনও এক কোণে হয়তো অবহেলায় পড়ে রয়েছে সেই জিনিস। এখন আর তার প্রয়োজন পড়ে না। হ্যারিকেন জ্বালাতে আর লাগে না কেরোসিন তেল এবং সলতে। হ্যারিকেন এখন ঢেকে থেকে মাকড়সার জালে। অন্ধকারে একসময় যে আলো দিত, যাকে ছাড়া চলা ছিল অসম্ভব, তাকে আজ সবাই ভুলেই গিয়েছে। আধুনিকতার যুগে বিলুপ্তির পথে পুরানো ঐতিহ্য হ্যারিকেন। বর্তমান প্রজন্ম এবার গল্পকথায় শুনবে হ্যারিকেনের গল্প।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hurricane Lamp Nostalgia: অতীতে আঁধারে আলো হ্যারিকেন হারিয়ে গিয়েছে বিস্মৃতির অতলে, ঘিরে ধরে নস্টালজিয়ার ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement