TRENDING:

Cooch Behar News: ভারত-পাক সংঘর্ষের স্মৃতি আজও রয়েছে এই জেলায়! দেখতে ছুটে আসে বহু মানুষ

Last Updated:

Cooch Behar News: ১৯৭১ সালের ভারত পাক সংঘর্ষে ভারতের জয় করা প্যাটন ট্যাঙ্ক। তৎকালীন সময়ে ভারতীয় সেনা এগুলি জয়ের স্মারক হিসেবে নিয়ে এসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমানের ভারত-পাক সংঘর্ষের আবহে বারবার মনে পড়ে ১৯৭১ সালের সংঘর্ষের কথা। পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সঙ্গে পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) মুক্তি যুদ্ধতে এগিয়ে গিয়েছিল ভারত। আর সেই সংঘর্ষের স্মৃতি আজও রয়েছে ভারতের মাটিতে। জেলা কোচবিহারের সদর শহরের সাগরদিঘি চত্বর। এখানেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের পাশে রয়েছে ১৯৭১ সালের ভারত পাক সংঘর্ষে ভারতের জয় করা প্যাটন ট্যাঙ্ক। যা আজও সেই সময়ের কথা জানান দেয়। তৎকালীন সময়ে ভারতীয় সেনা এগুলি জয়ের স্মারক হিসেবে নিয়ে এসেছিল।
advertisement

কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, ‘পূর্ব পাকিস্তানের সঙ্গে (বর্তমান বাংলাদেশ) মুক্তি যুদ্ধ শুরু হয় পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান)। সেই সময় বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল ভারত। সেই সময় পশ্চিম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলে এই মুক্তি যুদ্ধ। তারপর এই মুক্তি যুদ্ধে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান)। তবে সেই সময় পশ্চিম পাকিস্তান সেনারা যেই ট্যাঙ্ক গুলি ব্যবহার করত সেগুলি ছিল প্যাটন ট্যাঙ্ক। যেগুলি মূলত আমেরিকান ট্যাঙ্ক নামেই পরিচিত। তবে যুদ্ধে জয়ের পর সেই প্যাটন ট্যাঙ্কগুলি যুদ্ধের স্মারক হিসেবে ভারতীয় সেনা নিয়ে আসে বাংলাদেশ থেকে।’

advertisement

আরও পড়ুন-প্রবল ঝড়-তুফান…! ৭০ কিমি বেগে বজ্রঝড়, কাঁপিয়ে আসছে ভারী বৃষ্টি রাজ্যে রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

তিনি আরও জানান, ‘এই প্যাটন ট্যাঙ্ক কোচবিহারে আনার পর দীর্ঘ সময় কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে ছিল। তৎকালীন জেলা শাসকের তৎপরতায় সেটিকে এনে রাখা হয় কোচবিহার সাগরদিঘি চত্বরে। সেখানে এই প্যাটন ট্যাঙ্ক বাচ্চাদের ও বড়দের মনোরঞ্জন করেছে বহুদিন। সেটির ভিতরে প্রবেশের ক্ষেত্রেও তখন কোনও বাধা ছিল না। তবে এখন আর ভেতরে প্রবেশ করা যায় না। বহু বাইরের পর্যটক কোচবিহারে আসলে এই প্যাটন ট্যাঙ্ক এর দেখতে ভিড় জমান। দীর্ঘ সময় ধরে এটি ভারত-পাক সংঘর্ষ ও ভারতের জয়ের স্মৃতি বহন করে চলেছে। দীর্ঘ পুরোনো ইতিহাসের সাক্ষী প্যাটন ট্যাঙ্ক সংরক্ষণ করা উচিত জেলা প্রশাসনের।’

advertisement

View More

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

জেলার প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরের অন্যতম আকর্ষণের জিনিস এই প্যাটন ট্যাঙ্ক। তাইতো জেলার বাইরের বহু মানুষেরাও এই প্যাটন ট্যাঙ্ক দেখতে ভিড় জমিয়ে থাকেন। দীর্ঘ ১৯৭১ সালের ভারত পাক সংঘর্ষে এই স্মৃতি আরও বেশকিছু জায়গায় দেখতে পাওয়া যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ভারত-পাক সংঘর্ষের স্মৃতি আজও রয়েছে এই জেলায়! দেখতে ছুটে আসে বহু মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল