TRENDING:

দিনে শিক্ষক দিবসের মঞ্চ, রাতে 'চটুল' নাচের আসর! নৃত্যশিল্পী এনে ভোজপুরি গানে চলল 'ফূর্তি'

Last Updated:

Cooch Behar News: মঞ্চের এমন উন্মাদনা দেখে বোঝাই উপায় নেই দিনের বেলা এখানেই শিক্ষক দিবস উদযাপন হয়েছে, বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়েছে এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিতাই, কোচবিহার, শুভঙ্কর সাহা: সকালে যে মঞ্চে তৃনমূল সাংসদ ও নেতাদের উপস্থিতিতে শিক্ষক দিবস পালন করা হল, দিন গড়িয়ে রাত নামতেই সেই মঞ্চ হয়ে উঠল ফূর্তি-উল্লাসের কেন্দ্রস্থল। চলল চটুল গানের সঙ্গে নাচ। নৃত্যশিল্পী এনে ভোজপুরি, হিন্দি, বাংলা গানে হল দেদার নাচের অনুষ্ঠান। দামী আলো দিয়ে সাজানো হল মঞ্চ। পুরুষ, নারী, বাচ্চা, বুড়ো সব বয়সের দর্শক ভিড় করেছিলেন অনুষ্ঠানস্থল।
শিক্ষক দিবসের মঞ্চে চলল চটুল নাচ
শিক্ষক দিবসের মঞ্চে চলল চটুল নাচ
advertisement

রাত যত বাড়ছে নৃত্যশিল্পীর কোমরের তালে দুলে উঠছে ভিড়ে ঠাসা দর্শকদের মন। কেউ গানের তালে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচছেন, কেউ নৃত্যশিল্পীদের ক্যামেরাবন্দি করছেন। মঞ্চের এমন উন্মাদনা দেখে বোঝার উপায় নেই দিনের বেলা এখানেই শিক্ষক দিবস উদযাপন হয়েছে, বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়েছে এখানে। ঘটনাটি কোচবিহারের সিতাই বিধানসভার চামটা এলাকার।

আরও পড়ুনঃ পুজোর ছবি ‘রঘু ডাকাত’! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও

advertisement

এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুক্রবার ছিল শিক্ষক দিবস। এদিন সকালে চামটা যুব কৃষক সংঘের উদ্যোগে শিক্ষক দিবসের আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বিন তুঘলক মিয়া-সহ স্থানীয় দুই শিক্ষক।

আরও পড়ুনঃ  মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম ‘এই’ ক্লাবে

advertisement

এই অনুষ্ঠানের শুভ সূচনা এদিন সকালে করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিশিষ্ট শিক্ষকদের সম্মানও প্রদান করা হয়। তবে রাতে সেই মঞ্চে দেখা গেল অন্য চিত্র। শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্যে গড়া মঞ্চে হল উদ্দাম মনোরঞ্জন। ভোজপুরি, হিন্দি, বাংলা ছবির গানে চলল চটুল নাচ। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির আক্রমণ, এটাই তৃণমূলের আসল সংস্কৃতি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দিনে শিক্ষক দিবসের মঞ্চ, রাতে 'চটুল' নাচের আসর! নৃত্যশিল্পী এনে ভোজপুরি গানে চলল 'ফূর্তি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল