রাত যত বাড়ছে নৃত্যশিল্পীর কোমরের তালে দুলে উঠছে ভিড়ে ঠাসা দর্শকদের মন। কেউ গানের তালে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচছেন, কেউ নৃত্যশিল্পীদের ক্যামেরাবন্দি করছেন। মঞ্চের এমন উন্মাদনা দেখে বোঝার উপায় নেই দিনের বেলা এখানেই শিক্ষক দিবস উদযাপন হয়েছে, বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়েছে এখানে। ঘটনাটি কোচবিহারের সিতাই বিধানসভার চামটা এলাকার।
advertisement
এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুক্রবার ছিল শিক্ষক দিবস। এদিন সকালে চামটা যুব কৃষক সংঘের উদ্যোগে শিক্ষক দিবসের আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বিন তুঘলক মিয়া-সহ স্থানীয় দুই শিক্ষক।
এই অনুষ্ঠানের শুভ সূচনা এদিন সকালে করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিশিষ্ট শিক্ষকদের সম্মানও প্রদান করা হয়। তবে রাতে সেই মঞ্চে দেখা গেল অন্য চিত্র। শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্যে গড়া মঞ্চে হল উদ্দাম মনোরঞ্জন। ভোজপুরি, হিন্দি, বাংলা ছবির গানে চলল চটুল নাচ। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির আক্রমণ, এটাই তৃণমূলের আসল সংস্কৃতি।