Raghu Dakat: পুজোর ছবি 'রঘু ডাকাত'! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Raghu Dakat: মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়করাও।
মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: আর অপেক্ষা মাত্র কিছু দিনের। ‘ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর এবার আসছে দেবের ‘রঘু ডাকাত’। ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত দেব। শনিবার ছবির টিম হাজির হল মালদহে। একেবারে উৎসবের আমেজে হল রঘু ডাকাতের প্রচার। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মেগাস্টার দেবের আগমনে মালদহের রোদ ঝলমলে দিন হয়ে উঠল তারকা সজ্জিত।

advertisement
রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা
advertisement
পুজোর ছবির ‘রঘু ডাকাত’এর প্রমোশনে মালদহে টিম নিয়ে হাজির হলেন অভিনেতা দেব। সঙ্গী সিনেমার অন্যান্য কলাকুশলীরা। মালদহের বৃন্দাবনী ময়দানে এদিন সিনেমার প্রথম প্রমোশন পর্ব অনুষ্ঠিত হল। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম। তারকাদের দেখতে ময়দানে ভিড় জমান প্রচুর মানুষ। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে। একইসঙ্গে সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের।
advertisement

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব
আরও পড়ুনঃ ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে
মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক-সহ বহু বিশিষ্ট মানুষও। দুপুর একটা নাগাদ বিশেষ ভ্যানে মালদহের বৃন্দাবনী ময়দানে এসে পৌঁছয় টিম রঘু ডাকাত। এরপর থেকে মাঠ জুড়ে শুধুই উচ্ছ্বাস আর উন্মাদনা। কান ফাটানো উল্লাস ভক্ত সমুদ্রের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raghu Dakat: পুজোর ছবি 'রঘু ডাকাত'! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও