Betel Leaf: ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Betel Leaf: এক সময় যে পাঁচলাতে কয়েক হাজার মানুষ পান চাষের সঙ্গে যুক্ত ছিল। সেখানে পান চাষ প্রায় উঠে যাওয়ার অবস্থায়। হাতেগোনা কয়েকজন মানুষ পান চাষের সঙ্গে যুক্ত। কী এমন হল পাঁচলায়?
পাঁচলা, হাওড়া, রাকেশ মাইতি: পাঁচলায় পান চাষের বিদায় ঘণ্টা! কয়েক বছর আগে প্রতিটি গ্রামের অধিকাংশ পরিবার কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিল। পাঁচলার কৃষিকাজ মানে পান চাষ। প্রায় অধিকাংশ কৃষি জমির বেশিরভাগেই পানের বরজ দেখা যেত। হাওড়া জেলায় কৃষিকাজ কমেছে গত কয়েক বছরে, সেই ধারাবাহিকতা পাঁচলাতেও। করুণ অবস্থা পান চাষের ক্ষেত্রে। এক সময় যে পাঁচলাতে কয়েক হাজার মানুষ পান চাষের সঙ্গে যুক্ত ছিল। সেখানে পান চাষ প্রায় উঠে যাওয়ার অবস্থায়। হাতেগোনা কয়েকজন মানুষ পান চাষের সঙ্গে যুক্ত। পানের বাজার দর বৃদ্ধি পাওয়া দূরের কথা, কমছে পান পাতার মূল্য।
আরও পড়ুনঃ কম্পিউটার-ল্যাপটপের যুগেও কোর্ট চত্বরে টাইপরাইটারই ভরসা, কোন বিশেষ কারণে এই ‘আদিম’ যন্ত্রের ব্যবহার আদালতে? জানেন না অনেকেই
তখন জেলায় একাধিক বাজার, সকাল-সন্ধ্যা দু’বেলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক বাজারে হাজির হতেন উৎপন্ন ফসল নিয়ে। পান চাষ ছিল গ্রামের অধিকাংশ পরিবারে আয়ের প্রধান উৎস। হাওড়া পান বাজার, উলুবেড়িয়া খলিসানি পানবাজার এবং আমতা রোড বাজার। জেলার পানবাজারে অচল অবস্থা, পাঁচলার আমতা রোড পানবাজার বন্ধ।
advertisement
আরও পড়ুনঃ মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম ‘এই’ ক্লাবে
পান চাষ থেকে সরে আসার মূল কারণ, পান পাতার বাজারদর কমে যাওয়া। তার পরেও যে কয়েকজন চাষি কোনওরকমে পান চাষ জিইয়ে রেখেছিলেন সেইটুকুও শেষ হয় আম্ফানে। পাঁচলা ব্লকের দেউলপুর, গঙ্গাধরপুর, জুজারসাহা, শাঁখখালির মতো বিভিন্ন গ্রামে পাঁচ দশ জন করে পান চাষি ছিলেন। আম্ফানে দারুন ক্ষতি হয় পান চাষে। সরকারিভাবে পান চাষিদের সহযোগিতা করা হলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন প্রকৃত পান চাষিরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে উৎপন্ন ফসলের দাম কম অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ সমস্যায় ফেলে কৃষকদের। বর্তমানে এক একটি গ্রামে দুই চার জন কৃষক পান চাষের সঙ্গে যুক্ত। বেশ কিছু গ্রামে এখন আর পান চাষ নেই।
এ প্রসঙ্গে পান চাষিরা জানান, ১৫-২০ বছর আগে যে পান পাতা দু’টাকায় বিক্রি হয়েছে। সেই পাতার দাম বর্তমানে দ্বিগুণ হওয়ার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সেই পান পাতার দাম মাত্র ৭৫ পয়সা।
advertisement
বর্ষার সময় পানের দাম আরও কম ১০-১৫ পয়সা প্রতি পাতা। বলা যেতে পারে, এক সময় পান চাষের গ্রাম, আগামি কয়েক বছরের মধ্যে পাঁচলা থেকে পান চাষ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। এ প্রসঙ্গে কৃষক নেতা ফরিদ মোল্লা জানান, এক সময় পাঁচলা তথা হাওড়া জেলার গ্রামীণের বেশ কিছু অংশ পান চাষের জন্য বিখ্যাত ছিল। সে সময় রাজ্যস্তরের পান চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই পাঁচলাতে। কিন্তু বর্তমানে করুন অবস্থা পান চাষিদের। সরকারি অসহযোগিতা অন্যতম কারণ বলেই অভিযোগ। জিনিসের দাম বৃদ্ধি না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত চাষিরা ক্ষতিপূরণ না পাওয়ার ফলে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Betel Leaf: ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে